দেশজুড়ে ম্লান ‘মোদী ম্যাজিক’, ২৪-এ ঘর বাঁচাতে BJP-র ভরসা রামমন্দির?

হিন্দু ভোট ব্যাঙ্কে নিজেদের প্রভাব রাখতে মরিয়া মোদীর দল। হিন্দু ভোট ধরে রাখতে বিজেপির কাছে রাম মন্দিরের চেয়ে ভাল অস্ত্র আর নেই।

October 26, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

বছর দেড়েকের মধ্যে লোকসভা নির্বাচন। ২০২৪-এর লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) জিতে ভারতের গদিতে ফিরে আসতে মরিয়া বিজেপি। সেই কারণে ভোট প্রস্তুতিতে কোনরকম খামতি রাখছে না বিজেপি। বিজেপি নিজের তুরুপের তাস অর্থাৎ রাম মন্দিরকেও ব্যবহার করতে চলেছে চব্বিশের মহারণে। নির্বাচনের আগেই খুলবে মন্দির। হিন্দু ভোট ব্যাঙ্কে নিজেদের প্রভাব রাখতে মরিয়া মোদীর দল। হিন্দু ভোট ধরে রাখতে বিজেপির কাছে রাম মন্দিরের চেয়ে ভাল অস্ত্র আর নেই।

২০২৪ সালের মে-জুন মাসেই হয়ত লোকসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবে দেশবাসী। শোনা যাচ্ছে, তার আগেই ওই বছর জানুয়ারিতে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে রাম মন্দিরের দরজা। মন্দির ট্রাস্টের অন্যতম সদস্য চম্পত রাই মঙ্গলবার এমনটাই জানিয়েছেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, লোকসভা ভোটের প্রচারে রাম মন্দির (Ram Mandir) এবং হিন্দু আবেগকেই কাজে লাগাতে নীলনকশা সাজাচ্ছে বিজেপি (BJP)।

দেশজুড়ে মোদী (Narendra Modi) ম্যাজিক অনেকটাই ম্লান। কৃষক আন্দোলন থেকে জিএসটির গুঁতো, কেউই আর মোদী হ্যায় তো মুমকিন হ্যায় মিথে বিশ্বাস করছেন না। অতএব ভরসা সেই হিন্দুত্ব। গত রবিবার প্রধানমন্ত্রী অযোধ্যা ঘুরে যাওয়ার পর থেকেই নির্মাণ কাজে গতি এসেছে। শোনা যাচ্ছে, আগামী বছর ডিসেম্বর মাসের মধ্যে যাবতীয় কাজ শেষ করে রাম জন্মভূমি মন্দির নির্মাণ সমিতির হাতে তুলে দেওয়া হবে। খবর মিলেছে, ২০২৪-এর জানুয়ারির মধ্যেই গ্রাউন্ড ফ্লোরের কাজ সম্পূর্ণ করে মকর সংক্রান্তিতে রামলালার মূর্তি প্রতিষ্ঠা করা হবে। অর্থাৎ নির্বাচনের আগে কাজ সেরে ফেলে, প্রচার পুরোদস্তুর রামমন্দিরকে হাতিয়ার করতে চলেছে গেরুয়া শিবির।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen