বিমানে ফাইল দেখছেন মোদী, কী কী বেচে দেওয়া যায় বিদ্রুপ সোশ্যাল মিডিয়ায়

এই পোস্ট নিয়েই শুরু হয়েছে ট্রোলের বন্যা।

September 23, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

কোয়াড সামিট ও রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে তিনদিনের মার্কিন সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই দীর্ঘ বিমানযাত্রার মধ্যেই বুধবার রাতে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন তিনি। যাতে দেখা গিয়েছে বিমানের আসনে বসে ফাইলে কাজ করছেন মোদী।

পাশের চেয়ারে রাখা একটা কালো ব্যাগ। তার ওপরে রাখা ফাইলপত্র। সেই ছবি পোস্ট করে মোদীর অফিশিয়াল পেজ থেকে লেখা হয়েছে দীর্ঘ বিমানযাত্রা মানে ফাইল ওয়ার্কের সুযোগ। এই পোস্ট নিয়েই শুরু হয়েছে ট্রোলের বন্যা। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে উড়ে আসছে নেটিজেনদের বিদ্রুপ। কেউ লিখেছেন, আর কী কী বেচে দেওয়া যায় তাই দেখছেন! কেউ বা লিখেছেন, পাইলটকে ছবি তোলার কাজে না লাগিয়ে প্লেন চালাতে বলুন। একজন আবার এ-ও লিখেছেন যে, কাগজের ওপর এত আলো পড়ছে বোঝাই যাচ্ছে না কী! ছবি গ্রাহকের তারিফ করতে হয়। বাংলা, ইংরাজি, হিন্দি– বিভিন্ন ভাষায় মোদীর কমেন্ট বক্সে ধেয়ে এসেছে এ হেন বিদ্রুপ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen