বিকেল ৫টায় জাতীর উদ্দেশ্যে ভাষণ দেবের প্রধানমন্ত্রী মোদী, এবার কোন ‘বড়’ ঘোষণা করতে চলেছেন! জল্পনা তুঙ্গে

September 21, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:০০: আজ রবিবার বিকেল ৫টায় জাতীর উদ্দেশ্যে ভাষণ দেবের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রের খবর, আজ নয়াদিল্লি থেকে দেশকে বার্তা দেবেন প্রধানমন্ত্রী। সোমবার থেকেই চালু হচ্ছে নেক্সট জেনারেশন জিএসটি। তার আগে দেশবাসীর উদ্দেশে কী বার্তা দেন প্রধানমন্ত্রী? অপেক্ষায় গোটা দেশ।

প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণ নিয়ে জনমানসে কৌতূহল রয়েছে। কারণ, অতীতে একাধিক বার এই ধরনের ভাষণ থেকে বড় ঘোষণা করেছেন মোদী। ২০১৬ সালের ৮ নভেম্বর জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে দেশ জুড়ে নোটবন্দি ঘোষণা করেছিলেন তিনি। বাতিল করে দেওয়া হয়েছিল ৫০০ এবং হাজার টাকার সমস্ত নোট। নতুন করে ৫০০ টাকা এবং ২০০০ টাকার নোট চালুর ঘোষণাও করেছিলেন প্রধানমন্ত্রী। এ ছাড়া, ২০২০ সালে দেশ জুড়ে কোভিড অতিমারি চলাকালীন লকডাউন ঘোষণাও করা হয়েছিল মোদীর জাতির উদ্দেশে ভাষণের মঞ্চ থেকে। রবিবার প্রধানমন্ত্রী কী বলেন, নতুন কোনও ঘোষণা করেন কি না, সে দিকে তাকিয়ে গোটা দেশ।

উল্লেখ্য, ২২ সেপ্টেম্বর থেকে নতুন জিএসটি হার কার্যকর হওয়ার পর থেকে খাদ্য ও পানীয় থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমে যাবে। এমনকি এয়ার কন্ডিশনার, টেলিভিশন, গাড়ি ও বাইকের দামও উল্লেখযোগ্যভাবে কমবে। দাম কমার কারণ হল জিএসটি কাউন্সিল ৩ সেপ্টেম্বর একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। জিএসটি হারে একটি বড় পরিবর্তন আনা হয়েছে। এখন, মাত্র দুটি জিএসটি স্ল্যাব -৫% এবং ১৮% – বহাল রাখা হয়েছে। ১২% এবং ২৮% কর স্ল্যাব বাদ দেওয়া হয়েছে। ১২% স্ল্যাবের বেশিরভাগ পণ্য ৫% স্ল্যাবে রাখা হয়েছে, যেখানে ২৮% স্ল্যাবের বেশিরভাগ পণ্য ১৮% স্ল্যাবে রাখা হয়েছে। কিছু পণ্যের জিএসটি হার শূন্যে নামিয়ে আনা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen