কুড়ি বছর পর নশিপুর রেল ব্রিজ দিয়ে শুরু হচ্ছে যাত্রীবাহী ট্রেন চলাচল

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভার্চুয়ালি কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জ পর্যন্ত ‘মেমু’ ট্রেন যাত্রার উদ্বোধন করবেন।

October 2, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অবশেষে রেল ব্রিজ নির্মাণ কাজ শুরু হওয়ার প্রায় ২০ বছর পর আগামী ২ অক্টোবর মুর্শিদাবাদ জেলার ভাগীরথী নদীর উপর নশিপুর রেল ব্রিজ দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হতে চলেছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভার্চুয়ালি কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জ পর্যন্ত ‘মেমু’ ট্রেন যাত্রার উদ্বোধন করবেন।

২০০৪ সালের ডিসেম্বরে নশিপুর রেল ব্রিজের শিলান্যাস করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব। পরবর্তীতে আজিমগঞ্জের দিকে জমি অধিগ্রহন নিয়ে জটিলতা তৈরি হওয়াতে দীর্ঘদিন ব্রিজের কাজ বন্ধ ছিল। লোকসভা নির্বাচনের ক’মাস আগে রেল জমি জট মিটিয়ে রেললাইন পাতার কাজ শেষ করে। গত ২ মার্চ প্রধানমন্ত্রী ভার্চুয়ালি রেল ব্রিজের উদ্বোধন করেন।

তবে এখনও ব্রিজ দিয়ে কোনও যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করেনি। মুর্শিদাবাদের বহু মানুষের অভিযোগ, ব্রিজ হলেও জেলাবাসীর কোনও লাভই হয়নি। ব্রিজের উপর দিয়ে এখন কেবলমাত্র মালগাড়ি চলাচল করে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen