এবার হিন্দিতে ছবি বানাতে চলেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়

সুরিন্দর ফিল্মসের তরফে মনোহর পাণ্ডে-র পোস্টার শেয়ার করা হয়েছে।

January 28, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি : সংগৃহীত

বলিউডে পা রাখলেন জাতীয় পুরষ্কার জয়ী(National Award Winner) চলচ্চিত্র পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়(Kaushik Ganguly)। একের পর এক তুখোড় বাংলা ছবি দর্শকদের উপহার দেওয়ার পর এবার ‘মনোহর পাণ্ডে'(Manohar Pandey) নামে হিন্দি ছবির শ্যুটিং শুরু করলেন কৌশিক। জাতীয় পুরষ্কারপ্রাপ্ত বাঙালি পরিচালকের ছবিতে অভিনয়ের জন্য ইতিমধ্যেই কলকাতায় হাজির হয়েছেন অভিনেতা সৌরভ শুক্ল(Saurabh Shukla)। বলিউড অভিনেতা সৌরভ শুক্লর পাশাপাশি ‘মনোহর পাণ্ডে’ নামের এই ছবিতে রয়েছেন রঘুবীর যাদব(Raghubir Yadav) এবং সুপ্রিয়া পাঠক কাপুর(Supriya Pathak Kaput)।

সুরিন্দর ফিল্মসের তরফে মনোহর পাণ্ডে-র পোস্টার শেয়ার করা হয়েছে। বুধবার থেকেই কৌশিক গঙ্গোপাধ্যায়ের এই সিনেমার শ্যুটিং শুরু করা হয় বলেও জানানো হয় সুরিন্দর ফিল্মসের তরফে। কুমোরটুলিতে আজ থেকেই বলিউডের তাবড় শিল্পীদের নিয়ে শ্যুটিংও শুরু করে দেন কৌশিক গঙ্গোপাধ্যায়। কলকাতা শহরের বিভিন্ন জায়গা জুড়ে এই ছবির শ্যুটিং করা হবে বলে জানা যাচ্ছে। যদিও ছবির গল্প কোন প্রক্ষাপটে তৈরি করা হচ্ছে, সে বিষয়ে কিছু জানা যায়নি। কৌশিক গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি এই সিনেমার সঙ্গীত পরিচালনায় রয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen