১০৫ ফুট উঁচুতে উড়বে জাতীয় পতাকা, সাক্ষী থাকবে বাংলা!

উড়বে পতাকা আর তা দেখবে গোটা শহর। নজিরবিহীন এই কাণ্ডের সাক্ষী হবে রায়গঞ্জ। এবার শহরের মাটিতেই ১০৫ ফুট উঁচুতে উড়তে চলেছে দেশের জাতীয় পতাকা।

January 26, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi
উড়বে পতাকা দেখবে গোটা শহর| ছবি সৌজন্যে: millenniumpost

উড়বে পতাকা আর তা দেখবে গোটা শহর। নজিরবিহীন এই কাণ্ডের সাক্ষী হবে রায়গঞ্জ। এবার শহরের মাটিতেই ১০৫ ফুট উঁচুতে উড়তে চলেছে দেশের জাতীয় পতাকা। রায়গঞ্জ শহরের ঘড়িমোড় এলাকায় তৈরি হচ্ছে জাতীয় পতাকার এই স্তম্ভটি। দৈর্ঘ্যে ৩০ ফুট ও প্রস্থ ২০ ফুট হতে চলেছে এই পতাকা।

এই জাতীয় পতাকার তৈরির মূল কারিগর পুরসভার চেয়ারম্যান। সেই রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস এই সুযোগ পেয়ে বেশ খুশি। সারা বছর এই পতাকা উড়বে আমাদের শহরের বুকে!

এই পতাকার স্তম্ভের পার্শ্বিক এলাকাকে কেন্দ্র করে থাকবে আলোক স্তম্ভ। এখন জোরকদমে শুরু হয়ে গিয়েছে এই স্তম্ভের কাজ। খুব শীঘ্রই কাজ শেষ করা হবে এবং দেশকে সন্মান জানিয়ে ১০৫ ফুট উঁচুতে উড়তে দেখা যাবে ভারতের জাতীয় পতাকা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen