যুগের অবসান! বন্ধ হচ্ছে ন্যাশনল জিওগ্রাফিক ম্যাগাজিন

শতাব্দী প্রাচীন ন্যাশনল জিওগ্রাফিক ম্যাগাজিন এবার বন্ধ হওয়ার মুখে

July 2, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

১৩৫ বছর চলার পর এবার, সফর শেষ করতে চলেছে ন্যাশনল জিওগ্রাফিক ম্যাগাজিন। ছবি সৌজন্যে: etsy.com

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শতাব্দী প্রাচীন ন্যাশনল জিওগ্রাফিক ম্যাগাজিন এবার বন্ধ হওয়ার মুখে। ১৮৮৮ সালে প্রথম প্রকাশিত হয়েছিল পত্রিকাটি। ১৩৫ বছর চলার পর এবার, সফর শেষ করতে চলেছে ন্যাশনল জিওগ্রাফিক ম্যাগাজিন। পত্রিকার লেখকরাও টুইটারে জানিয়েছে সে’কথা। ঝকঝকে ছাপা, রঙিন ছবি আর অবাক করা তথ্যে ঠাসা ম্যাগাজিনটি পড়ার জন্যে মুখিয়ে থাকতেন পাঠকরা।

ডিজিটাল মাধ্যমের দৌরাত্ম্যে কমতে থাকা পাঠক সংখ্যা এবং বিজ্ঞাপন দাতাদের অনীহার কারণেই বন্ধ হতে চলেছে পত্রিকাটি। সদ্যই নিজেদের উনিশ জন লেখককে চাকরিতে থেকে ছাড়িয়ে দিয়েছে তাঁরা। তবে পত্রিকাটি হয়ত আরও কয়েক মাস চলবে কারণ, কর্তৃপক্ষ জানিয়েছে তাঁদের কাছে যা কনটেন্ট রয়েছে তাতে আরও কয়েকটি সংখ্যা প্রকাশ পাবে। মনে করা হচ্ছে, হয়ত অদূর ভবিষ্যতে পত্রিকাটির ডিজিটাল সংস্করণ প্রকাশ পেতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen