National Herald Case: সোনিয়া, রাহুলদের বিরুদ্ধে আনা ED-র অভিযোগ শুনলই না আদালত

December 16, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৩০: ন্যাশনাল হেরাল্ড মামলায় (National Herald Case) ধাক্কা খেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোনিয়া গান্ধী (Sonia Gandhi), রাহুল গান্ধী (Rahul Gandhi) এবং আরও পাঁচ জনের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) আনা অর্থপাচারের অভিযোগের প্রেক্ষিতে কোনও যুক্তিই শুনল না আদালত। স্বভাবতই সাময়িক স্বস্তিতে রাহুল-সোনিয়া। তবে আদালত জানিয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত চালিয়ে যেতে পারে। কংগ্রেসের অভিযোগ, ন্যাশনাল হেরাল্ডের তদন্ত আদতে রাজনৈতিক প্রতিহিংসা।

রাজধানীর রাউস এভিনিউ আদালতে ন্যাশনাল হেরাল্ড মামলাটি উঠেছিল। বিচারক বিশাল গোগনি খারিজ করেন ইডির যুক্তি। তিনি জানান, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যক্তিগতস্তরে অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে। কোনও FIR নেই। তাই এই মামলা ধোপে টেকে না। রাহুল-সোনিয়ার পাশাপাশি সুমন দুবে, স্যাম পিত্রোদা, সুনীল ভাণ্ডারী এবং ইয়ং ইন্ডিয়ান ও ডোটেক্স মার্চেনডাইসেক; মোট পাঁচজনকে অর্থ পাচার মামলায় অভিযুক্ত করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

উল্লেখ্য, ২০২১ সালে ন্যাশনাল হেরাল্ড মামলায় তদন্ত শুরু করে ইডি। বিজেপি নেতা সুব্র্যহ্মণম স্বামীর দায়ের করা মামলার প্রেক্ষিতে আদালতের রায়ের ভিত্তিতে তদন্ত শুরু হয়। অভিযোগ, অ্যাসোসিয়েট জার্নাল লিমিটেডের ২০০০ কোটির সম্পত্তি বেআইনিভাবে দখল করেছে ইয়ং ইন্ডিয়া। এই সংস্থার অংশীদার ছিলেন সোনিয়া এবং রাহুল-সহ আরও অনেকে। অ্যাসোসিয়েট জার্নাল লিমিটেড থেকে প্রকাশিত হত ন্যাশনাল হেরাল্ড। এর আগে ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া, রাহুলদের একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি। ন্যাশনাল হেরাল্ডের দপ্তরেও তল্লাশি অভিযান চলেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen