ন্যাশনাল হেরাল্ড মামলায় আরও বিপাকে সনিয়া-রাহুল, দায়ের নতুন FIR

November 30, 2025 | < 1 min read
Published by: Raj


নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১.২০: ন্যাশনাল হেরাল্ড মামলায় আরও বিপাকে সনিয়া-রাহুল। এবার রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ দায়ের হল। দিল্লি পুলিশ ওই বিপুল আর্থিক প্রতারণার অভিযোগে নতুন একটি এফআইআর দায়ের করেছে বলে খবর।

ইডির হেডকোয়ার্টার্স ইনভেস্টিগেটিভ ইউনিট (HIU)-এর অভিযোগের ভিত্তিতে গত ৩ অক্টোবর এই FIR-টি দায়ের হয়েছে বলে জানা গিয়েছে। দাবি করা হয়েছে, বেআইনি ভাবে মাত্র ৫০ লক্ষ টাকায় ২০০০ কোটি টাকার সম্পত্তি-সহ অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডকে অধিগ্রহণ করে ইয়ং ইন্ডিয়া। এই ইয়ং ইন্ডিয়া নামের সংস্থায় রাহুল এবং সনিয়ার প্রায় ৭৬ শতাংশ শেয়ার হয়েছে। তাই তাঁদের বিরুদ্ধেই FIR দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে।

দিল্লি পুলিশ সূত্রে খবর, FIR-এ সোনিয়া, রাহুলের পাশাপাশি ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের প্রধান স্যাম পিত্রোদার নামও রয়েছে। একই সঙ্গে রয়েছে ইয়ং ইন্ডিয়া, ডোটেক্স মার্চেন্ডাইজ প্রাইভেট লিমিটেড এবং অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডের নামও।

অভিযোগ করা হয়েছে যে কলকাতা-ভিত্তিক শেল কোম্পানি হিসেবে পরিচিত ডটেক্স মার্চেন্ডাইজ প্রাইভেট লিমিটেড ‘ইয়ং ইন্ডিয়ান’-কে ১ কোটি টাকা দিয়েছিল, যেখান থেকে গান্ধী পরিবার ৫০ লক্ষ টাকা কংগ্রেসকে দিয়ে প্রায় ২,০০০ কোটি টাকার সম্পত্তি থাকা AJL-কে নিজেদের দখলে নেয়।
ED এই মামলায় গান্ধী পরিবার ও অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে ৯ এপ্রিল রাউস অ্যাভিনিউয়ের বিশেষ সাংসদ/বিধায়ক আদালতে অভিযোগপত্র (Chargesheet) দায়ের করেছে, যদিও আদালত এখনো অভিযোগটি আমলে নেয়নি।
অন্যদিকে, কংগ্রেস এই অভিযোগগুলি বারবার অস্বীকার করে আসছে এবং সরকারের নির্দেশে ED ‘রাজনৈতিক প্রতিহিংসামূলক’ তদন্ত চালাচ্ছে বলে অভিযোগ করেছে। দিল্লি পুলিশ FIR নথিভুক্ত করার বিষয়ে জানতে চাওয়া হলে কংগ্রেস জানিয়েছে যে তারা এই বিষয়ে অবগত নন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen