মহিলাদের হেনস্তার প্রতিবাদ করায় ডবল ইঞ্জিন হরিয়ানায় খুন জাতীয় স্তরের বডিবিল্ডার
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৪০: মহিলাদের হেনস্তার প্রতিবাদ করেছিলেন। তাতেই নৃশংসভাবে খুন হতে হল জাতীয় স্তরের এক বডিবিল্ডারকে। ঘটনাটি ঘটেছে ডবল ইঞ্জিন হরিয়ানায়। বিয়ে বাড়িতে মহিলাদের হেনস্তার প্রতিবাদ জানিয়ে খুন হওয়া যুবকের নাম রোহিত ধনখড়। তদন্তে নেমেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।
গত শুক্রবার বিয়ে বাড়িতে গিয়েছিলেন রোহিত। স্থানীয়দের সূত্রে খবর, বিয়েবাড়িতে বেশ কিছু যুবক অভব্য আচরণ করছিলেন। কনের বাড়ির মহিলাদের সঙ্গেও অশালীন আচরণের অভিযোগ উঠেছে। অশালীন ইঙ্গিত করা হচ্ছিল মহিলাদের, তখনই চিৎকার চেঁচামেচি শুনে আর দাঁড়িয়ে থাকতে পারেননি রোহিত। প্রতিবাদ জানান। সেটাই কাল হল।
জানা গিয়েছে, বিয়ে বাড়ি থেকে ফেরার সময় অন্তত ১৫ থেকে ২০ জন যুবক অতর্কিতেই রোহিত ধনখড়কে ঘিরে ধরে। চলে মারধর। হকিস্টিক দিয়ে তাঁর শরীরের একাধিক জায়গায় আঘাত করা। রক্তাক্ত অবস্থায় রোহিতকে রাস্তায় ফেলে চম্পট দেয় অভিযুক্তরা। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় রোহিতের।
উল্লেখ্য, ২০১৮ সালে জাতীয় স্তরের প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছিলেন রোহিত। কেরিয়ারে একাধিক পদকও জয় করেছিলেন রোহিত। একটি জিমও তৈরি করেছিলেন তিনি। রোহিতের গোটা পরিবার ভেঙে পড়েছে। ঘটনায় শোকসন্তপ্ত গোটা এলাকা। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় মানুষজন। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও প্রশ্ন উঠেছে।