জলপাইগুড়ি উৎসবের মধ্যে দিয়ে পালন করা হবে জাতীয় ভোটার দিবস
বাংলা ব্যান্ডের পাশাপাশি নামী শিল্পীদের যেমন আমন্ত্রণ জানানো হচ্ছে, তেমনই জেলার বিভিন্ন জনজাতির শিল্পীরাও শামিল হবেন এই উৎসবে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামী ২২-২৫ জানুয়ারি জলপাইগুড়ির মিলন সঙ্ঘের মাঠে জেলা প্রশাসনের তরফে ‘জলপাইগুড়ি উৎসব’-এর আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার উৎসবের লোগো উন্মোচন করেন জেলাশাসক শমা পারভীন। ছিলেন জেলা পুলিস সুপার খণ্ডবাহালে উমেশ গণপত সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।
বাংলা ব্যান্ডের পাশাপাশি নামী শিল্পীদের যেমন আমন্ত্রণ জানানো হচ্ছে, তেমনই জেলার বিভিন্ন জনজাতির শিল্পীরাও শামিল হবেন এই উৎসবে। উৎসবকে অন্যমাত্রা দিতে থাকছে হ্যাপি স্ট্রিটের মতো ভাবনা। যেখানে প্রত্যেকেই নিজের মতো করে পারফরম্যান্স করতে পারবেন। ছবি আঁকা, নাচ-গান, নাটক, যোগ ব্যায়াম, জুম্বা যাঁর যেমন খুশি, তেমনটাই করা যাবে। ২৫ তারিখ জলপাইগুড়ি উৎসবের মধ্যে দিয়েই পালন করা হবে জাতীয় ভোটার দিবস। ওইদিন থাকছে ‘জলপাইগুড়ি রান’। ১০ কিমি, ৫ কিমি দৌড়ের পাশাপাশি ‘ওয়াক ফর ফান’ থাকছে ২ কিমি। ভোটার তালিকায় নাম তোলার ব্যাপারে সচেতনতা গড়ে তোলার সঙ্গে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ নিয়ে বার্তা দেওয়া হবে ওই দৌড়ের মাধ্যমে।