SC-ST শংসাপত্রে জট কাটাতে নবান্নের যুগান্তকারী সিদ্ধান্ত

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:০০: তফশিলি জাতি ও উপজাতি শংসাপত্র পেতে আর অতিরিক্ত ঝক্কি নয়। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উপদেষ্টা পর্ষদের বৈঠকে সিদ্ধান্ত হলো, এখন থেকে রক্তের সম্পর্কের কারও শংসাপত্র দেখালেই মিলবে নতুন সার্টিফিকেট।
অনেক ক্ষেত্রে দেখা যায়, বাবা-মায়ের কাছে যদি তফশিলি জাতি বা উপজাতির শংসাপত্র না থাকে, তবে সন্তানের সার্টিফিকেট পেতে গিয়ে নানা জটিলতার মুখে পড়তে হয়। আত্মীয়দের কারও শংসাপত্র থাকলেও তাঁরা সহযোগিতা না করায় সমস্যাটা আরও বেড়ে যায়। এই জটিলতার কথা মাথায় রেখেই রাজ্য সরকারের নতুন পদক্ষেপ।
মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই মুখ্যসচিবকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, তফশিলি জাতি ও উপজাতিদের জন্য চালু বিভিন্ন প্রকল্প ও সুবিধা যাতে আরও বেশি মানুষের কাছে পৌঁছায়, সেজন্য প্রচার বাড়ানোর দিকেও জোর দিয়েছেন তিনি।