রুপো বদলে গেল সোনায়! প্যারালিম্পিক্সে দেশের ত্রিশতম পদক আনলেন নভদীপ
শনিবার, ৪৭.৩২ মিটার জ্যাভলিন ছুড়ে রুপো জিতেছিলেন ২৩ বছর বয়সি হরিয়ানার প্যারাথলিট।
September 8, 2024
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্যারিস প্যারালিম্পিক্সে জ্যাভলিনে সোনা জিতল ভারত। নভদীপ সিংহ, প্রথমে জিতেছিলেন রুপো। ইরানের খেলোয়ার সোনা পেয়েছিলেন। কিন্তু তাঁকে বাতিল করে দেওয়া হয়। এরপরই সোনা জেতেন নভদীপ।
শনিবার, ৪৭.৩২ মিটার জ্যাভলিন ছুড়ে রুপো জিতেছিলেন ২৩ বছর বয়সি হরিয়ানার প্যারাথলিট। কেরিয়ারের সেরা ৪৭.৩২ মিটার ছুড়ে প্যারালিম্পিক্সের রেকর্ড ভেঙে দেন নভদীপ। ইরানের বেইত সায়াহ সাদেঘ সেই রেকর্ডও ভেঙে সোনা জিতে নেন। কিছু পরে ইরানের খেলোয়াড়কে বাতিল করে দেওয়া হয়। সোনা তুলে দেওয়া হয় নভদীপকে।
নভদীপ সোনা জেতায় প্যারালিম্পিক্সে সাতটি সোনা, ১০টি রুপো ও ১৩টি ব্রোঞ্জ নিয়ে ভারতের মোট পদকের সংখ্যা হল ৩০।