NCERT-র পাঠ্যবইয়ে ব্রাত্য বাংলার বিপ্লবী ও বিজ্ঞানীরা! ‘বাঙালি বঞ্চনা’ নিয়ে সংসদে সরব ঋতব্রত

December 17, 2025 | 2 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:০০: স্বাধীনতা সংগ্রামে বাঙালিদের গৌরবময় অবদান কি ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্র? কেন্দ্রীয় সিলেবাসে বাংলার বিপ্লবীদের নাম কেন উপেক্ষিত? এনসিইআরটি (NCERT)-র পাঠ্যবইয়ে বিনয়-বাদল-দীনেশের মতো শহিদদের নাম না থাকা নিয়ে এবার সংসদের অধিবেশনে জোরালো প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)। তাঁর অভিযোগ, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার (Modi government) পরিকল্পিতভাবে ইতিহাসের পাতা থেকে বাঙালিদের অবদান মুছে ফেলতে চাইছে।

তৃণমূল সাংসদের অভিযোগ, এনসিইআরটির (NCERT) পাঠ্যবইয়ে ভারতের অগ্নিযুগের ইতিহাসের বর্ণনা অত্যন্ত আংশিক। সেখানে ‘যুগান্তর’ বা ‘অনুশীলন সমিতি’র মতো কিছু বিপ্লবী গোষ্ঠীর উল্লেখ থাকলেও, রহস্যজনকভাবে বাদ দেওয়া হয়েছে ‘বেঙ্গল ভলান্টিয়ার্স’-এর (Bengal Volunteers) মতো ঐতিহাসিক সংগঠনের নাম। অথচ নেতাজি সুভাষচন্দ্র বসু এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মতো প্রবাদপ্রতিম ব্যক্তিত্বের হাতে তৈরি হয়েছিল এই সংগঠন। এই উপেক্ষার ফলেই বিনয়-বাদল-দীনেশের মতো অবিসংবাদিত বিপ্লবীদের নাম জাতীয় স্তরের পাঠ্যবইয়ে ঠাঁই পায়নি।

সংসদে দাঁড়িয়ে ঋতব্রত প্রশ্ন তোলেন, “বিনয়-বাদল-দীনেশদের মতো শহিদদের কাহিনী কেন পড়ানো হবে না? কেন ব্রাত্য রাখা হবে বেঙ্গল ভলান্টিয়ার্সের ইতিহাস?” তিনি আরও বেশ কয়েকজন বিস্মৃতপ্রায় বিপ্লবীর নাম উল্লেখ করে বলেন, প্রদ্যোত ভট্টাচার্য, প্রভংশু শেখর পাল, সন্তোষ কুমার মিত্র, তারকেশ্বর সেন, ব্রজকিশোর চক্রবর্তী, রামকৃষ্ণ রায় এবং মৃগেন্দ্র নাথ দত্তদের মতো বিপ্লবীদের আত্মত্যাগের ইতিহাসও পাঠ্যবইয়ের বাইরে রাখা হয়েছে। তাঁর দাবি, দেশের স্বার্থে জীবন দেওয়া এই সব বিপ্লবীদের ইতিহাস অবিলম্বে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে হবে।

সংসদে কেন্দ্রকে উদ্দেশ্য করে একটি লিখিত দাবিতে ঋতব্রত পরিসংখ্যান দিয়ে জানান, আন্দামানের সেলুলার জেলের বন্দিদের মধ্যে ৭০ শতাংশই ছিলেন বাঙালি। তিনি বলেন, “তাঁরা কেউ অমরত্বের প্রত্যাশায় বা নাম কেনার জন্য লড়াই করেননি। তাঁরা আমাদের দেশের সম্পদ, সাহসী বাঙালি। ইতিহাসে তাঁদের স্থান না পাওয়াটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।”

এ প্রসঙ্গে বিনায়ক দামোদর সাভারকরকে (Vinayak Damodar Savarkar) কটাক্ষ করতেও ছাড়েননি তৃণমূল সাংসদ। নাম না করে বিজেপিকে (BJP) বিঁধে তিনি বলেন, “যাঁরা ব্রিটিশদের কাছে মুচলেকা দিয়ে ক্ষমাপ্রার্থনা করেছিলেন, ইতিহাসের বইয়ে তাঁদের নাম সগৌরবে স্থান পায়। অথচ জীবন উৎসর্গকারী বাঙালিদের নাম থাকে না।” শুধু বিপ্লবী নন, পাঠ্যবই থেকে বহু বাঙালি বিজ্ঞানীর নাম বাদ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ঋতব্রতর সাফ দাবি, অবিলম্বে এনসিইআরটির ভুল সংশোধন করে বাঙালি বিজ্ঞানী ও বিপ্লবীদের নাম পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করতে হবে এবং তাঁদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দিতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen