শরদ পাওয়ারের নামে আপত্তিকর পোস্ট করায় বিজেপি মুখপাত্রকে সপাটে চড় এনসিপি কর্মীর

এবার পাওয়ার সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগ উঠল রাজ্যের বিজেপি মুখপাত্র বিনায়ক অম্বেডকরের বিরুদ্ধে

May 15, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

এনসিপি প্রধান শরদ পাওয়ার সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগে শনিবার গ্রেফতার হয়েছেন মরাঠী অভিনেত্রী কেতকী চিতালে এবং নিখিল ভামরে নামে এক ছাত্র। এবার পাওয়ার সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগ উঠল রাজ্যের বিজেপি মুখপাত্র বিনায়ক অম্বেডকরের বিরুদ্ধে। নেটমাধ্যমে পওয়ার সম্পর্কে বিতর্কিত মন্তব্য করায় এনসিপি কর্মীদের হাতে মারও খেতে হল তাঁকে।

বিনায়কের অফিসে ঢুকে তাঁর গালে সপাটে চড় কষান এনসিপির এক কর্মী। সেই ভিডিয়ো এখন ভাইরাল। আর সেই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই রাজ্যের রাজনীতি সরগরম হয়ে উঠেছে। যে ভিডিয়ো নেটমাধ্যমে ছড়িয়েছে তাতে দেখা যাচ্ছে, নিজের কার্যালয়ে বসে আছেন বিনায়ক। বাগ্‌বিতণ্ডা চলছিল। তার মাঝেই এক জন সপাটে চড় কষালেন বিনায়কের বাঁ গালে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

বিনায়কের অভিযোগ, এক ব্যক্তি কর সংক্রান্ত পরামর্শ নেওয়ার জন্য তাঁকে ফোন করেন। সেই ফোনের কিছু ক্ষণের মধ্যেই ওই ব্যক্তি জনা কুড়ি লোক নিয়ে তাঁর কার্যালয়ে হাজির হন। এক কথা দু’কথা চলতে চলতেই এক এনসিপি কর্মী তাঁর গালে চড় কষায়। শুধু তাই নয়, পওয়ার সম্পর্কে আপত্তিকর পোস্ট কেন করেছেন তা নিয়েও শাসানো হয় বলেও অভিযোগ। বিনায়কের আরও অভিযোগ, এনসিপি সাংসদ গিরিশ বাপট এই পোস্টের জন্য তাঁকে ক্ষমা চাইতেও বলেন।

পাওয়ার সম্পর্কে বিতর্কিত মন্তব্য করায় আগেই পুলিশে অভিযোগ করেছিলেন এনসিপির কর্মীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen