মোদী আমলে বাড়ছে কৃষকদের আত্মঘাতী হওয়ার প্রবণতা, জানেন সংখ্যাটা কত?

মোদীর বাকি প্রতিশ্রুতিগুলোর মতোই, এটিও বাস্তবায়িত হয়নি।

October 14, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

মোদী আমলে দেশজুড়ে লাগাতার আত্মহত্যা করছেন কৃষকরা। ২০২০ সালে মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন, ২০২৩ সালের মধ্যে দেশের কৃষকদের আয় দ্বিগুণ হবে। মোদীর বাকি প্রতিশ্রুতিগুলোর মতোই, এটিও বাস্তবায়িত হয়নি। ২০২১ সালের সরকারি পরিসংখ্যান বলছে, ভারতে প্রতি দিন গড়ে অন্ততপক্ষে ১৫ জন করে কৃষক আত্মঘাতী হয়েছেন। আত্মঘাতী হচ্ছেন ক্ষেতমজুররাও, গড়ে প্রায় পনেরো জন করে। মোদী সরকারের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর ( NCRB) রিপোর্টই কৃষক এবং ক্ষেতমজুরদের আত্মহত্যার (Farmer Suicide) এই পরিসংখ্যান দিচ্ছে।

মোদী (Narendra Modi) সরকারের পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালে ভারতে কৃষক ও ক্ষেতমজুর মিলিয়ে মোট ১০,৮৮১ জন আত্মঘাতী হয়েছেন। সংখ্যাতত্ত্বের হিসেব বলে, কৃষিক্ষেত্রে ভারতে প্রতিদিন গড়ে ৩০টি করে আত্মহত্যার ঘটনা ঘটেছে। গত বছরে দেশের মোট আত্মহত্যার ৭ শতাংশেরও বেশি কৃষক এবং ক্ষেতমজুর এই বছর আত্মঘাতী হয়েছে। কৃষিক্ষেত্রে আত্মহত্যার নিরিখে নয়া নজির গড়ল মোদীর ভারত। চলতি বছরে মোট ৫,৩১৮ জন কৃষক আত্মঘাতী হয়েছেন। ২০২১ সালে আত্মঘাতী ক্ষেতমজুরের সংখ্যা ৫,৫৬৩ জন। অর্থনীতিবিদ এবং সমাজবিজ্ঞানীদের একাংশের মতে, ঋণের চাপ-পেশার অনিশ্চয়তাজনিত মানসিক অবসাদের কারণেই কৃষক ও ক্ষেতমজুরদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। অর্থনীতিবিদদের মত তথা বিরোধীদের অভিযোগ, অতিমারি পরবর্তী সময়ে মোদী সরকারের (Modi Govt) ভ্রান্ত অর্থনীতির কারণে কৃষিরা আয়ের উপায় হারাচ্ছেন। ফলত আত্মহত্যার প্রবণতা ক্রমেই বাড়ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen