বিরোধীদের সম্মিলিত প্রতিবাদের জের, প্রত্যাহার Income Tax Bill 2025
১৯৬১ সালের আয়কর আইন বদলে ফেলতেই বিল আনা হয়েছিল বিরোধীদের আপত্তির জেরে পিছু হঠল সরকার।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:১৭: লোকসভা (Lok Sabha) থেকে নয়া ‘আয়কর বিল ২০২৫’ (Income Tax Bill 2025) প্রত্যাহার করে নিল মোদী সরকার। ১৯৬১ সালের আয়কর আইন বদলে ফেলতেই বিল আনা হয়েছিল বিরোধীদের আপত্তির জেরে পিছু হঠল সরকার। জানা যাচ্ছে, বিলে কিছু পরিবর্তন আনা হবে এবং ১১ আগস্ট নতুন করে লোকসভায় পেশ হবে বিলটি।
এ বছরের ফেব্রুয়ারিতে লোকসভায় পেশ হয়েছিল এই বিলটি। প্রথম থেকেই বিলের কিছু অংশ নিয়ে আপত্তি তোলে বিরোধীরা। সংসদে ওয়াকআউট করে বিরোধীরা। কংগ্রেস বলে, নতুন বিল পুরনো বিলের তুলনায় আরও বেশি জটিল। তৃণমূল সাংসদ সৌগত রায় বিলটিকে ‘যান্ত্রিক’ বলে আখ্যা দেন। জানা যাচ্ছে, নয়া আয়কর বিলে সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে করের ধাপ নিয়ে। আয়কর বিভাগ জানিয়েছে, নয়া বিলে কোনও কর স্ল্যাব পরিবর্তনের কোনও প্রস্তাব নেই। বিলটিকে সিলেক্ট কমিটিতে পাঠানো হয়েছিল। বিজেপি নেতা বৈজয়ন্ত পান্ডার নেতৃত্বাধীন কমিটি বিলটিতে বেশকিছু বদল করার পর আগামী ১১ আগস্ট বিলটি পেশ করা হবে। ২০২৬ সালের ১ এপ্রিল থেকে নতুন আয়কর আইন কার্যকর হতে পারে।
এক নজরে প্রস্তাবিত ‘Income Tax Bill 2025’-র গুরুত্বপূর্ণ দিক
নতুন আয়কর বিলে আয়কর বছর পদ্ধতি চালু হবে। ‘অ্যাসেসমেন্ট ইয়ার’ ও ‘প্রিভিয়াস ইয়ারে’র সমস্যা থেকে গ্রাহকরা রেহাই পাবেন। নিয়ে আসা হচ্ছে ‘ট্যাক্স ইয়ারে’র ধারণা।
চলতি আয়কর আইন ৫৩৬টি সেকশন, ১৬টি শিডিউল নিয়ে ৬০০-রও বেশি পাতার সুদীর্ঘ আইন। নয়া আইনে ২৯৮ সেকশন এবং ১৪ শিডিউল থাকছে বলে জানা গিয়েছে।
অর্থবর্ষের মেয়াদের কোনও পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ ১ এপ্রিল থেকে ৩১ মার্চ অবধিই থাকছে। ‘আইটিআর ফাইলিং ডেডলাইন’, ‘ইনকাম ট্যাক্স স্ল্যাবস’ এবং ‘ক্যাপিটাল গেইনসে’র মধ্যে কোনও বদল আসছে না।
নতুন বিলে বেশ কিছু সেকশন-র নম্বরে বদল আসতে চলেছে। নয়া বিলে ‘রেসিডেন্সি ল’ আগের মতোই থাকছে। TDS সংক্রান্ত যাবতীয় সেকশনগুলিকে একজোট করে একটিমাত্র ক্লজের অন্তর্ভুক্ত করা হচ্ছে।