Bihar Elections 2025: শরিক কোন্দলে জেরবার NDA, নীতিশ আর বিজেপিকে হুঁশিয়ারি চিরাগের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪.২৫:দুয়ারে বিহারের নির্বাচন কিন্তু এখনও শরিক কোন্দল থামল না NDA-র! রামবিলাস পাসওয়ানের ছেলে তথা কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান (Chirag Paswan) রীতিমতো হুমকি দিয়ে চলেছেন বিজেপি ও নীতিশ কুমারের দলকে (JDU)। জোটে নিজের আসন বাড়াতে মরিয়া তিনি। কথা শোনা না হলে অন্য ইঙ্গিতও দিচ্ছেন চিরাগ। মুখ্যমন্ত্রী হওয়ার সুপ্ত বাসনাও প্রকাশ্যে বলে দিয়েছেন তিনি। তাঁর কথায়, “সব বড় নেতার সমর্থকরাই চান, তাঁদের নেতা বড় কিছু করুন। আমার সমর্থকরাও আমাকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান। এতে অন্যায়ের কিছু নেই।”
সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মঙ্গলবার বিজেপি ও জেডিইউয়ের উদ্দেশে একপ্রকার হুঁশিয়ারির দিয়েছেন চিরাগ। তাঁর কথায়, তিনি সম্মানজনক রফা চান। একটা আসনসংখ্যার কথা তাঁর মাথায় আছে। তাছাড়া তিনি ভালো আসনে লড়তে চান। রীতিমতো হুমকির সুরে চিরাগের বলেন, “ভুলে গেলে চলবে না, বিহারের প্রতিটি আসনে ২০ থেকে ২৫ হাজার ভোটারকে প্রভাবিত করার ক্ষমতা আমার রয়েছে।”
শোনা যাচ্ছে, বিহারে অন্তত ৪০ আসনে লড়তে চাইছেন চিরাগ পাসওয়ান। NDA শিবিরে যে প্রাথমিক আসনরফা হয়েছে, তাতে বড়জোর ত্রিশটি আসনে লড়ার সুযোগ পেতে পারেন চিরাগ। দাবি পূরণ না হলে এনডিএ থেকে বেরিয়ে যেতে দু’বার ভাববেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন চিরাগ। তাতে NDA-র বড় শরিকদের ক্ষতি হবে, তাও মনে করিয়ে দিয়েছেন চিরাগ। তাঁকে বাদ দিলে এনডিএ হবে, লবন ছাড়া তরকারির মতো।
যদি চিরাগ জোট ছেড়ে বেরিয়ে আলাদা লড়লেন, তাহলে নীতীশ কুমারের জন্য বড় ধাক্কা হবে। ভোট কাটাকাটির খেলায় লাভবান হবেন রাহুল, তেজস্বীরা।