প্রথমবার ৯০ মিটারের বেশি থ্রো করে দেশের নাম উজ্জ্বল করলেন নীরজ, তবে দ্বিতীয় স্থানে শেষ করতে হল তাঁকে
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ৯০ মিটারের দুর্ভেদ্য মাইলফলক অবশেষে টপকে গেলেন নীরজ চোপড়া। শুক্রবার দোহায় ডায়মন্ড লিগে প্রথম স্থান দখল করতে না পারলেও ব্যক্তিগত লক্ষ্যে অনায়াসে পৌঁছে গেলেন দেশের সোনার ছেলে। জীবনে প্রথমবারের জন্য ৯০ মিটারের বেশি থ্রো করে দেশের নাম আরও উজ্জ্বল করলেন নীরজ। এদিন তৃতীয় প্রচেষ্টায় নীরজ জ্যাভেলিন ছোঁড়েন ৯০.২৩ মিটার দূরে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ৯০ মিটারের দুর্ভেদ্য মাইলফলক অবশেষে টপকে গেলেন নীরজ চোপড়া। শুক্রবার দোহায় ডায়মন্ড লিগে প্রথম স্থান দখল করতে না পারলেও ব্যক্তিগত লক্ষ্যে অনায়াসে পৌঁছে গেলেন দেশের সোনার ছেলে। জীবনে প্রথমবারের জন্য ৯০ মিটারের বেশি থ্রো করে দেশের নাম আরও উজ্জ্বল করলেন নীরজ। এদিন তৃতীয় প্রচেষ্টায় নীরজ জ্যাভেলিন ছোঁড়েন ৯০.২৩ মিটার দূরে।
এর আগে প্যারিসে নীরজ ৯০ মিটারের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন। তবে তখন তা ছুঁতে বা টপকাতে পারেননি। যদিও চেষ্টা জারি ছিল। শেষমেশ ২০২৫ সালের দোহা ডায়মন্ড লিগ তাঁর স্বপ্ন পূরণ করল। পাশাপাশি আরও গর্বিত করল দেশকেও।
তবে প্রথম হওয়া হল না নীরজের। দ্বিতীয় স্থানে শেষ করতে হল তাঁকে। প্রথম হলেন জার্মানির জুলিয়ান ওয়েবার। শেষ থ্রোয়ে ৯১.০৬ মিটার ছুড়ে নীরজকে পেরিয়ে যান ওয়েবার। পরে ভারতীয় খেলোয়াড়কে জড়িয়ে ধরে একসঙ্গে ছবি তোলেন।