নীরজ চোপড়া আবারও ডায়মন্ড লিগের ফাইনালে!শিরোপা জয় থেকে মাত্র এক ধাপ পিছনে ভারত
ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া(Neeraj Chopra) আবারও ইতিহাস গড়ার পথে।
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:২৯: ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া(Neeraj Chopra) আবারও ইতিহাস গড়ার পথে। টোকিও অলিম্পিকে সোনাজয়ী এই তারকা অ্যাথলিট ২০২৫ সালের ডায়মন্ড লিগ ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন। আগামী ২৭ ও ২৮ আগস্ট সুইজারল্যান্ডের জুরিখে বসছে বিশ্ব ট্র্যাক অ্যান্ড ফিল্ডের মহারণ। পুরুষদের জ্যাভলিনে প্রথম দিকেই নাম লেখালেন ভারতের গর্ব নীরজ।
এবারের মরশুমটা নীরজের জন্য মোটেই সহজ ছিল না। চোট আর সীমিত প্রতিযোগিতার মাঝেই তিনি নিজের সেরা থ্রো উপহার দেন দোহা লিগে। মে মাসে ৯০.২৩ মিটার জ্যাভলিন নিক্ষেপ করে তিনি পৌঁছে যান বহু কাঙ্ক্ষিত ‘৯০ মিটার ক্লাব’-এ। যদিও সেইদিন প্রথম হয়েছিলেন জার্মানির জুলিয়ান ভেবার, তবুও ব্যক্তিগত সেরার স্বাদ পান নীরজ। এরপর জুনে প্যারিস লিগে ৮৮.১৬ মিটারে স্বর্ণপদক জিতে ফের প্রমাণ করেন কেন তিনি বিশ্বের সেরাদের একজন।
এই মুহূর্তে ডায়মন্ড লিগ র্যাঙ্কিংয়ে নীরজ ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন। তাঁর ওপরে আছেন ত্রিনিদাদ ও টোবাগোর কেশর্ন ওয়ালকট (১৭ পয়েন্ট) এবং জার্মানির জুলিয়ান ভেবার (১৫ পয়েন্ট)। অর্থাৎ ফাইনালের লড়াই হবে যথেষ্ট টানটান। উল্লেখযোগ্যভাবে, পোল্যান্ডের সিলেসিয়া মিটে নীরজকে দেখা যায়নি। সেদিন তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের আর্শাদ নাদিমও চোটের কারণে অংশ নেননি।
প্রসঙ্গত, গত দুই বছর ধরে অল্পের জন্য হাতছাড়া হয়েছে ডায়মন্ড ট্রফি। ২০২৪ সালে মাত্র ০.০১ মিটার ব্যবধানে পিছিয়েছিলেন অ্যান্ডারসন পিটার্সের কাছে। তার আগের বছর ২০২৩-এ হেরে যান চেক রিপাবলিকের ইয়াকুব ভাদলেজের কাছে। এখন পর্যন্ত একবারই (২০২২) নীরজ উঠতে পেরেছেন শিরোপার আসনে। তাই এ বছর তাঁর চোখ একটাই—জুরিখে ফের শিরোপা জয়।
কিন্তু শুধু ডায়মন্ড লিগ নয়, সামনে আরও বড় মঞ্চ অপেক্ষা করছে। সেপ্টেম্বরে টোকিওতে শুরু হবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ (১৩–২১ সেপ্টেম্বর)। সেখানে আবারও শিরোপা রক্ষা করতে নামবেন ভারতের এই ২৭ বছরের বিশ্বচ্যাম্পিয়ন। ফলে আগস্টের শেষ থেকে সেপ্টেম্বর পর্যন্ত নীরজকে ঘিরে রোমাঞ্চ তুঙ্গে উঠতে চলেছে ভারতীয় ক্রীড়ামহলে।