আজ ফাইনালে নামবেন নীরজ, লক্ষ্মীবারে সোনার আশায় গোটা দেশ

বাছাই পর্বে প্রথম থ্রোতেই কেলাফতে করেছিলেন নীরজ।

August 8, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বাছাই পর্বে প্রথম থ্রোতেই কেলাফতে করেছিলেন নীরজ। ৮৯.৩৪ মিটার থ্রো করে ফাইনালে কোয়ালিফাই করেন, আর দেশবাসী ফের তাঁর হাত ধরে সোনা জয়ের স্বপ্ন দেখতে আরম্ভ করে।ভারতের কোনও অ্যাথলিটের অলিম্পিকে দুই আসরে সোনা নেই, আজ ইতিহাস তৈরির সামনে দাঁড়িয়ে নীরজ। বৃহস্পতিবার সোনা জিতলেই, দেশের সর্বকালের সেরা ক্রীড়াবিদ হয়ে উঠবেন নীরজের মাথায়।

নীরজের কেরিয়ারের সেরা থ্রো ৮৯.৯৪ মিটার। ফাইনালে নীরজের পাখির চোখ ৯০ মিটার। নীরজকে কড়া লড়াই দিতে পারেন দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন অ্যান্ডারসন পিটার্স। বাছাই পর্বে তিনিও প্রথম প্রচেষ্টাতেই দ্বিতীয় স্থান পান। জার্মানির জুলিয়েন ওয়েবার ও চেক প্রজাতন্ত্রের জাকুব ভাডলেচ, পাকিস্তানের আর্শাদ নাদিমের উপরও নজর থাকবে। সেরা পারফরম্যান্স মেলে ধরাই একমাত্র লক্ষ্য নীরজের। খেলা শুরু হবে রাত ১১.৫৫ মিনিটে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen