জ্যাভলিনে জোড়া পদক ভারতের, সোনা নীরজের, রুপো পেলেন কিশোর

রুপো জিতলেন ওড়িশার ছেলে কিশোরকুমার জেনা। গোটা ইভেন্টজুড়েই ভারতের দুই ক্রীড়াবিদকে পাল্লা দেওয়ার মতো কেউ ছিলেন না।

October 4, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভারতরে জ্যাভলিন ভক্তদের জন্য আজ বড়ই সুখের দিন! এশিয়ান গেমসের মঞ্চে পুরুষদের জ্যাভলিন থ্রোতে প্রথম ও দ্বিতীয় স্থান দখল করলেন দুই ভারতীয়। সোনা পেলেন সোনার ছেলে নীরজ চোপড়া। রুপো জিতলেন ওড়িশার ছেলে কিশোরকুমার জেনা। গোটা ইভেন্টজুড়েই ভারতের দুই ক্রীড়াবিদকে পাল্লা দেওয়ার মতো কেউ ছিলেন না।

২০১৮ সালে জাকার্তায় সোনা জিতেছিলেন নীরজ। ২০১৭ সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন নীরজ। ২০১৯ সালের এশিয়ান চ্যাম্পিয়নশিপের ঠিক আগে চোট পেয়েছিলেন। ২০১৮ সালের কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন। চোটের জন্য ২০২২ সালের কমনওয়েলথ গেমসে নামতে পারেননি। অর্থাৎ এই প্রথম এরকম বড় চ্যাম্পিয়নশিপে প্রথমবার নিজের খেতাব ‘ডিফেন্ড’ করতে নেমেছিলেন নীরজ।

স্টার্ট লিস্টে দ্বিতীয় স্থানে ছিল নীরজের নাম। চার নম্বরে ছিলেন কিশোর। নীরজের প্রথম প্রয়াস ঘিরে বেশ ঝামেলা হয়। প্রযুক্তিগত কারণে সেই প্রয়াসের পরিমাপই করা যায়নি। ফলে নীরজকে আবার ছুড়তে হয়। প্রথম প্রয়াসে তিনি ৮২.৩৮ মিটার ছোড়েন। কিশোর ছোড়েন ৮২.১৬ মিটার। প্রথম রাউন্ডের শেষে দু’জনেই প্রথম দুটি স্থানে ছিলেন। ইভেন্ট শেষ হওয়ার আগে এক বার জায়গা বদল ছাড়া যার বিশেষ পরিবর্তন হয়নি।

এবারের এশিয়ান গেমসে সর্বোচ্চ ৮৮.৮৮ মিটার ছুড়লেন নীরজ চোপড়া। শেষ দুটি থ্রো আহামরি হয়নি। উল্লেখ্য ২০১৮ সালে জাকার্তায় ৮৮.০৬ মিটার ছুড়েই সোনা জিতেছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen