নেপালের রেডিয়োতে ভারত বিরোধী গান, উস্কানির নয়া কৌশল

এখন আবার দিল্লির বিরুদ্ধে সেদেশের মানুষকে উস্কাতে নেপালের বিভিন্ন রেডিয়ো স্টেশন থেকে লাগাতার ভারত বিরোধী গান বাজানো হচ্ছে।

June 22, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

লাদাখে ভারত-চিন সীমান্তে উত্তেজনা চলছে। এই পরিস্থিতিতে উত্তরাখণ্ডের পিথোরাগড়ের তিনটি এলাকা নিজেদের মানচিত্রে যুক্ত করে সংশোধিত নয়া মানচিত্র বিল ইতিমধ্য়েই নেপালী পার্লামেন্টে পাশ হয়েছে। এখন আবার দিল্লির বিরুদ্ধে সেদেশের মানুষকে উস্কাতে নেপালের বিভিন্ন রেডিয়ো স্টেশন থেকে লাগাতার ভারত বিরোধী গান বাজানো হচ্ছে। খবর ও অন্য অনুষ্ঠানের মাঝে বাজানো গানের মূল কথা হল কালাপানি, লিপুলেখ ও লিম্পিয়াধুরা নেপালের অংশ। ভারতের দখলদারি থেকে জায়গাগুলিকে নিজেদের কব্জায় আনতে বীর নেপালীদের এগিয়ে আসার ডাক দেওয়া হচ্ছে ওই গানে। নেপালের রেডিয়োতে এই ধরনের গান শুনে বিরক্ত লাগোয়া উত্তরাখণ্ডের মানুষ।

স্থানীয় এক স্কুল শিক্ষিকা বলেন, ‘নেপালের এফএম রেডিয়ো আর শুনছি না। ওরা ভারত বিরোধী গান বাজাচ্ছে প্রতি ঘণ্টায়।’

Nepal's FM radio broadcasts anti-India propaganda
নেপালের রেডিয়োতে ভারত বিরোধী গান

নেপালের নিউজ বুলেটিনও ভারত বিদ্বেষে ভরা বলে মন্তব্য করে এক স্থানীয় ব্যবসায়ী বলেন, ’একটি গানে বলা হয়েছে, দার্জিলিং এবং শিলংও নেপালের অংশ। তারপর থেকে নেপালের রেডিয়োতে সম্প্রচার হওয়া অনুষ্ঠান শোনাই বন্ধ করে দিয়েছি।’

উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলার ঝুলাঘাট, ধরচুলায় দীর্ঘদিন ধরে নেপালি রেডিয়ো, এফএম শোনার চল আছে। মে মাস থেকে ভারত বিরোধী গান চালানো হচ্ছে কালাপানি রেডিয়ো, ধরচুলা রেডিয়োতে।

উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যসচিব এনএস নাপালচিয়াল কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে পালটা ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।

উত্তরাখণ্ডের মুখপাত্র মদন কৌশিক বলেন, ‘কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে পিথোরাগড়ে কমিউনিটি রেডিয়ো চালু করে স্থানীয় অনুষ্ঠান সম্প্রচারের ব্যবস্থা করা হচ্ছে।‘

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen