নতিস্বীকার নেপাল সরকারের, সমাজ মাধ্যমের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার
বিগত সপ্তাহে ২৬টি সমাজ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল নেপাল সরকার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১০:৪৮: ‘জেন জি’ (Gen Z) বিদ্রোহের কাছে অবশেষে নতিস্বীকার করল নেপাল সরকার। সমাজ মাধ্যমের
(Social Media) ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, তা প্রত্যাহার করা হল। তারপরই সে দেশের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং ছাত্র ও যুব সম্প্রদায়ের কাছে বিক্ষোভ প্রত্যাহারের জন্য আর্জি জানিয়েছেন।
বিগত সপ্তাহে ২৬টি সমাজ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল নেপাল সরকার। এহেন সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার সকাল থেকে বিক্ষোভ দেখাতে শুরু করে দেশের ছাত্র-যুবরা। উত্তাল হয়ে ওঠে কাঠমান্ডু। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের দাবিতে শুরু হয় আন্দোলন। প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি তোলে বিরোধী দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি। ইস্তফা দেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। কার্ফু জারি করে প্রশাসন। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে ১৯ তরুণের মৃত্যু হয়। আহত হন আড়াইশো জনেরও বেশি।
সোমবার রাতেই মন্ত্রিসভা জরুরি বৈঠকে বসে। বৈঠকের পর সমাজমাধ্যমের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেপাল সরকার। ১৫ দিনের মধ্যে হিংসা ও হত্যার বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে।