ফের অশান্ত নেপাল, Gen Z আন্দোলনে ১২ জেলায় কার্ফু জারি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:২৩: ফের অশান্ত নেপাল (Nepal)। কয়েক সপ্তাহ স্থির থাকার পর নতুন করে রাস্তায় নামলেন Gen Z তরুণেরা। পরিস্থিতি দ্রুতই তীব্র আকার নেয়। প্রশাসন সব ধরনের জমায়েত নিষিদ্ধ করেছে এবং ১২টি জেলায় কার্ফু জারি হয়েছে।
বরা জেলায় উত্তেজনা সবচেয়ে বেশি। সেখানে Gen Z আন্দোলনকারীদের সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির দল CPN-UML-এর সমর্থকদের সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিভিন্ন ভিডিওতে দেখা গেছে নিরাপত্তাবাহিনীর লাঠিচার্জ, দাউ দাউ করে জ্বলতে থাকা টায়ার আর ধোঁয়ায় ঢেকে যাওয়া রাস্তা।
বুধবার থেকেই অশান্তির ইঙ্গিত মিলছিল। বরা জেলার সিমারা অঞ্চলে Gen Z গোষ্ঠী মিছিল বের করে। একই এলাকায় পাল্টা মিছিল করে CPN-UML। দুপক্ষ মুখোমুখি হতেই সংঘর্ষ বাধে, উত্তপ্ত হয়ে ওঠে বিমানবন্দরের আশপাশও। সরকার দ্রুত কার্ফু জারি করে। বৃহস্পতিবার সকালেও উত্তেজনা পুরোপুরি কমেনি, যদিও নেপাল পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফলে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং কেউ গুরুতর আহত হননি।
নবনিযুক্ত অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশালী কার্কী (Sushila Karki) সকল পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। দেশের প্রাক্তন প্রধান বিচারপতি সুশালী বলেন, রাজনৈতিক উস্কানিতে কেউ যেন জড়িত না হয়। তিনি স্মরণ করিয়ে দেন, ২০২৬ সালের ৫ মার্চ নেপালে সাধারণ নির্বাচন (General elections in Nepal)। ভোট যাতে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে হয়, সে জন্য সংযম জরুরি।
বুধবার তিনি বিবৃতি দিয়ে জানান, স্বরাষ্ট্রমন্ত্রক ও নিরাপত্তাবাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। সব রাজনৈতিক দলের নেতাদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, দেশের দায়িত্ব নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়ার পথ সহজ করতে হলে স্থির ও দূরদর্শী নেতৃত্ব প্রয়োজন।
গত সেপ্টেম্বরের Gen Z আন্দোলনের রক্তক্ষয়ী অভিজ্ঞতা এখনও তাজা। ওই সময় কমপক্ষে ৭৬ জনের মৃত্যু হয়। আক্রান্ত হন বহু নেতা-মন্ত্রী ও তাঁদের পরিবার। সংসদ ভবন, আদালত সহ একাধিক সরকারি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে। সেই স্মৃতি এখনও তাড়া করে, আর তাই নতুন করে অশান্তি ফেরায় উদ্বেগ বাড়ছে দেশজুড়ে।
Nepal | Curfew re-imposed in Bara of Nepal as the tension continues to flare between the Gen-Z and the UML cadres. The curfew will be in place till 8 PM (Local Time), as per the order from the District Administration Office, Bara. pic.twitter.com/U0c8Ecei3g
— ANI (@ANI) November 20, 2025