১ এপ্রিল তিনদিনের ভারত সফরে আসছেন নেপালের প্রধানমন্ত্রী দেউবা
২ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন তিনি। অর্থনীতি, বাণিজ্য, শক্তি সহ বেশ কয়েকটি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার লক্ষ্যে আলোচনার সম্ভাবনা রয়েছে

আগামী ১ এপ্রিল তিনদিনের ভারত সফরে আসছেন নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা। এটিই তাঁর প্রথম ভারত সফর। সূত্রের খবর, ১ এপ্রিল দিল্লি আসবেন তিনি। ২ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন তিনি। অর্থনীতি, বাণিজ্য, শক্তি সহ বেশ কয়েকটি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার লক্ষ্যে আলোচনার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, তিনি নরেন্দ্র মোদীর কেন্দ্র বারাণসীও ঘুরে দেখবেন বলে জানা গিয়েছে।
২০২১ সালের জুলাই মাসে নেপালের প্রধানমন্ত্রীর পদে বসেন শের বাহাদুর দেউবা। সেসময় টুইট করে দেউবাকে শুভেচ্ছা জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত-নেপাল সম্পর্ক আরও মজবুত করার বার্তা দিয়েছিলেন তিনি। পালটা মোদীকে ধন্যবাদ জানিয়েছিলেন দেউবাও।