Supreme Court Nepal: বন্ধ হবে না ন্যায়বিচার! অগ্নিকাণ্ডে নষ্ট ৬২ হাজার নথি তবু তাঁবুতেই চলছে বিচারকাজ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:১৪: ছাত্র-যুব বিক্ষোভের জেরে পুড়ে ছাই হয়ে গিয়েছিল নেপালের সুপ্রিম কোর্ট ভবন। কোর্ট চত্বরে ছড়িয়ে আছে পোড়া বাইক, গাড়ি ধ্বংসস্তূপ। সোমবার সকালে তার সামনে সাদা তাঁবু খাটিয়ে অস্থায়ীভাবে কাজ শুরু করল সে দেশের সর্বোচ্চ আদালত। তাঁবুর উপরে লেখা “Supreme Court Nepal”।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রকাশমান সিংহ রাউত হামলার নিন্দা জানিয়ে বলেন, “যে কোনও পরিস্থিতিতেই আমরা ন্যায়বিচারের পথ ধরে চলব। আদালতের কাজ বন্ধ হবে না।” প্রবীণ আইনজীবী পূর্ণমান শাক্যের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ৬২ হাজার মামলার নথি সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। তাঁর কথায়, “বিচারব্যবস্থার বহু অমূল্য দলিল আর ফেরত পাওয়া সম্ভব নয়।”
তিন দিন আগে অন্তর্বর্তী সরকারের প্রধান হয়েছেন নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কী। অগ্নিকাণ্ডের পর বিচারব্যবস্থাকে নতুন করে গড়ে তোলার ডাক দিয়েছেন তিনি। এদিন কোর্ট চত্বরে দেখা গিয়েছে পুড়ে যাওয়া বাইক ও গাড়ি। তার সামনেই সাদা তাঁবুর নীচে চলতে শুরু করেছে বিচারকাজ।
বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কেদারপ্রসাদ কৈরালা জানান, অস্থায়ী আদালতে আপাতত জরুরি মামলাগুলিই অগ্রাধিকার ভিত্তিতে শোনা হচ্ছে। চরম অস্থিরতার মধ্যেও নেপালের সুপ্রিম কোর্ট জানিয়ে দিল- ন্যায়বিচারের পথ বন্ধ করা যাবে না।