BJP শাসিত উত্তরাখণ্ডে পর্যটন প্রকল্পে স্বজনপোষণ! অভিযোগের তীর রামদেব ঘনিষ্ঠের দিকে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৮:২৬: উত্তরাখণ্ডে পর্যটন বিভাগের অ্যাডভেঞ্চার ট্যুরিজম (adventure tourism) প্রকল্পে টেন্ডার প্রক্রিয়া ঘিরে স্বজনপোষণের অভিযোগ উঠেছে। এই অভিযোগের কেন্দ্রে রয়েছেন পতঞ্জলি আয়ুর্বেদের প্রতিষ্ঠাতা বাবা রামদেব (Baba Ramdev) এবং তাঁর ঘনিষ্ঠ সহযোগী আচার্য বালকৃষ্ণ (Balkrishna)।
সূত্র অনুযায়ী, রাজ্যের পর্যটন দপ্তরের তরফে যে প্রকল্পের জন্য দরপত্র আহ্বান করা হয়েছিল, তাতে জমা পড়া তিনটি প্রস্তাবের সঙ্গেই বালকৃষ্ণের প্রত্যক্ষ বা পরোক্ষ অংশীদারিত্ব রয়েছে। অভিযোগে বলা হয়েছে, দুটি সংস্থায় তাঁর ৯৯ শতাংশ মালিকানা রয়েছে এবং প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত সংস্থায় তিনি ২৫ শতাংশ অংশীদার। এই পরিস্থিতি স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে টেন্ডার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে।
পতঞ্জলির পণ্য বিপণন ও জমি সংক্রান্ত নানা আইনি জটিলতায় আগেই আলোচনায় ছিলেন বাবা রামদেব। এবার উত্তরাখণ্ডের পর্যটন প্রকল্পে প্রভাব খাটিয়ে তা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে তাঁর ঘনিষ্ঠ সহযোগী আচার্য বালকৃষ্ণের বিরুদ্ধেও।
এই ঘটনায় উত্তরাখণ্ড সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও সরকারিভাবে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি, বিষয়টি নিয়ে তদন্তের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।