নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী আজ, রাজ্যজুড়ে পালিত হবে ‘দেশনায়ক দিবস’

আজকের দিনটি পশ্চিমবঙ্গ জুড়ে পালিত হবে দেশনায়ক দিবস হিসেবে। আগেই নবান্ন থেকে একথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়

January 23, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

আজ ২৩শে জানুয়ারি। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। এই বছর আরও বিশেষ কারণ এটি ওনার ১২৫তম জন্মজয়ন্তী। আজকের দিনটি পশ্চিমবঙ্গ জুড়ে পালিত হবে দেশনায়ক দিবস হিসেবে। আগেই নবান্ন থেকে একথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷

দেখে নেওয়া যাক মুখ্যমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী আজ কীভাবে পালিত হবে দিনটি:

• শ্যামবাজারে নেতাজি মূর্তির পাদদেশ থেকে রেড রোড পর্যন্ত মিছিল।

• বেলা ১২.১৫-তে রাজ্য জুড়ে সাইরেন বাজানো হবে।

• ওই সময়ই বাড়ি বাড়ি শঙ্খধ্বনি এবং উলু দেওয়ার আবেদনও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

• নেতাজির জীবন নিয়ে দেখানো হবে স্বল্প দৈর্ঘ্যের ছবি।

• স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে ‘আজাদ হিন্দ বাহিনী’ তৈরির কাজ শুরু হবে।

এছাড়াও সারা বছরই বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নেতাজি স্মরণ হবে

• গণতন্ত্র দিবসে নেতাজিকে সম্মান জানিয়ে হবে কুচকাওয়াজ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

• রাজারহাটে তৈরি হবে আজাদ হিন্দ মনুমেন্ট।

• নেতাজি সুভাষের নামে স্থাপিত হবে একটি বিশ্ববিদ্যালয়, যা বিদেশি বিশ্ববিদ্যালয়গুলির সাথে গাঁটছড়া বেঁধে কাজ করবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen