নেতাজির প্রতিকৃতি বিতর্কে যবনিকা পতন – সৌজন্যে সৃজিত

সোমবার একটি টুইটে পরিচালক জানিয়েছেন রাষ্ট্রপতি ভবনের প্রতিকৃতিটি নেতাজির একটি বিশেষ ছবি দেখে শিল্পী পরেশ মাইতি এঁকেছেন। সেই ছবিটিও দিয়েছেন সৃজিত।

January 25, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকীতে, রাষ্ট্রপতি ভবনে তার একটি প্রতিকৃতি উন্মোচন করে বিশেষ শ্রদ্ধা জানিয়েছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ramnath Kovind)। স্বাভাবিকভাবেই সেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তিনি। যা মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এরপরেই নেতাজির এই প্রতিকৃতি নিয়ে ট্রোলিং শুরু হয়।

নেট পাড়ার নাগরিকদের দাবি ওই ছবির সাথে নেতাজির নিজস্ব ছবির যতখানি মিল তার চেয়েও বেশি মিল আসলে বাংলা সিনেমা “গুমনামি”-য় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনিত নেতাজির মৌখিক আদলের।

কিন্তু এই দাবিকে খণ্ডন করেছেন স্বয়ং গুমনামি-র নির্দেশক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। সোমবার একটি টুইটে পরিচালক জানিয়েছেন রাষ্ট্রপতি ভবনের প্রতিকৃতিটি নেতাজির একটি বিশেষ ছবি দেখে শিল্পী পরেশ মাইতি এঁকেছেন। সেই ছবিটিও দিয়েছেন সৃজিত। আর এও বলেন এই ছবির সাথে প্রসেনজিতের যদি কোন মিল পেয়ে থাকেন, তাহলে সেই পুরো কৃতিত্বই গুমনামির মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডুর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen