খোদ কলকাতায় CAA এবং NRC-র আতঙ্ক- আত্মহত্যা করলেন নেতাজীনগরের বাসিন্দা
পরিবারের সদস্যরা স্পষ্ট করেছেন যে CAA এবং NRC-এর ফলস্বরূপ তার নাগরিকত্ব প্রত্যাহার করা নিয়ে দেবাশিস ঘন ঘন আতঙ্কিত হয়ে পরেছিলেন।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: CAA এবং NRC-র আতঙ্কে খোদ কলকাতায়, টালিগঞ্জের নেতাজিনগরের এক বাসিন্দা ৩১ বছর বয়সী দেবাশিস সেনগুপ্ত আত্মহত্যা করেছেন বলে জানা যাচ্ছে। তাকে সোনারপুর গ্রামীণ হাসপাতালে মৃত অবস্তাহয় আনা হয়েছিল। তার পরিবারের সদস্যরা স্পষ্ট করেছেন যে CAA এবং NRC-এর ফলস্বরূপ তার নাগরিকত্ব প্রত্যাহার করা নিয়ে দেবাশিস ঘন ঘন আতঙ্কিত হয়ে পরেছিলেন।

প্রয়াত দেবাশিস সেনগুপ্তর পরিবারের শোকের মুহুর্তে তাদের পাশে দাঁড়াতে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলও গঠন করেছেন।
পুলিশের কাছে দায়ের করা অভিযোগে প্রয়াত দেবাশিস সেনগুপ্তের বাবা তপন সেনগুপ্ত লিখেছেন-“…. সিএএ বিজ্ঞপ্তি ঘোষণার পর থেকে আমার ছেলে প্রচণ্ড মানসিক আঘাত ও যন্ত্রণায় ভুগছে।

CAA আতঙ্কে কলকাতায় আত্মহত্যা যুবকের। CAA এবং NRC নিয়ে Assam-এর পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হয়েছিল তা একদম সামনে থেকে প্রত্যক্ষ করেছিলেন Sushmita Dev। বৃহস্পতিবার কলকাতায় ঘটনার পরিপ্রেক্ষিতে কী বললেন তৃণমূলের এই রাজ্যসভার সাংসদ?
প্রতিনিধিদলের মধ্যে রয়েছে: নাদিমুল হক, ডাঃ শশী পাঁজা, শ্রী কুনাল ঘোষ, সায়নি ঘোষ এবং শ্রী অরূপ চক্রবর্তী (কাউন্সিলর)। তাঁরা আজ সন্ধে ৭টা নাগাদ সেই পরিবারের সঙ্গে দেখা করবেন।