মাসে পাঁচ টাকায় নেটফ্লিক্স। এও কি সত্যি?

ভারতীয় সাবস্ক্রাইবারদের জন্য বিনামূল্যের পরিষেবা তুলে দিল Netflix। এখন থেকে নতুন সাবস্ক্রিপশনে গ্রাহকদের প্রথম মাসে গুণতে হবে ন্যূনতম ৫ টাকা। পরীক্ষামূলকভাবে ভারতে নতুন এই অফার চালু করা হল বলে জানা গেছে সংস্থার তরফে। অর্থাৎ এখন থেকে যে কোনও নতুন Netflix গ্রাহককে প্রথম ৩০ দিনের জন্য ন্যূনতম ৫ টাকা গুণতেই হচ্ছে।

April 5, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

ভারতীয় সাবস্ক্রাইবারদের জন্য বিনামূল্যের পরিষেবা তুলে দিল Netflix। এখন থেকে নতুন সাবস্ক্রিপশনে গ্রাহকদের প্রথম মাসে গুণতে হবে ন্যূনতম ৫ টাকা। পরীক্ষামূলকভাবে ভারতে নতুন এই অফার চালু করা হল বলে জানা গেছে সংস্থার তরফে। অর্থাৎ এখন থেকে যে কোনও নতুন Netflix গ্রাহককে প্রথম ৩০ দিনের জন্য ন্যূনতম ৫ টাকা গুণতেই হচ্ছে।

তবে সমস্ত নতুন গ্রাহকের জন্য এই অফার প্রযোজ্য নয়। এটি সম্পূর্ণ ইচ্ছুক সাবস্ক্রাইবারদের ভাগ্যের উপরে নির্ভর করছে। নতুন গ্রাহকরা যখন Netflix-এ সাইন আপ করবেন তখনই তাঁরা জানতে পারবেন প্রথম মাসে ৫ টাকায় সাবস্ক্রিপশনের সুবিধা তাঁদের ভাগ্যে আছে না নেই। আরও  ভারতীয় গ্রাহককে আকৃষ্ট করতে এই পদক্ষেপ। এর সাফল্যের ওপরে নির্ভর করে পরবর্তী পদক্ষেপ নেবে সংস্থা।

এই মুহূর্তে Netflix-এ চারটি প্ল্যান রয়েছে। ১৯৯ টাকার ‘মোবাইল’ প্ল্যান, ৪৯৯ টাকার ‘বেসিক’ প্ল্যান, ৬৯৯ টাকার ‘স্ট্যান্ডার্ড’ প্ল্যান আর আছে ৭৯৯ টাকার ‘প্রিমিয়াম’ প্ল্যান। এর মধ্যে যে কোনও একটি প্ল্যান গ্রাহকরা বেছে নিতে পারেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen