শহরে নতুন বিএড কলেজ তৈরির ঘোষণা

কলেজ তৈরির বিষয়ে ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চূড়ান্ত আলোচনা সেরেছেন তিনি।

October 3, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি: সংগৃহীত

কলকাতা শহরে নতুন একটি বিএড কলেজ খুলতে চলেছে। হবু শিক্ষকদের জন্য এমনই খুশির খবর শোনালেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষামন্ত্রী বলেন, “বেহালার সরশুনাতে শীঘ্রই শুরু হতে চলেছে বিএড কলেজ। প্রাথমিকভাবে সরশুনা কলেজের ভেতরে যে ফাঁকা জায়গা রয়েছে সেখানেই এই বিএড কলেজ তৈরি করা হবে।” কলেজ তৈরির বিষয়ে ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চূড়ান্ত আলোচনা সেরেছেন তিনি।
পার্থবাবু আরও জানান, আগামী ১১ই অক্টোবর বেহালা পলিটেকনিক কলেজের শুভ সুচনা হবে। ফলে কারিগরি শিক্ষার সুযোগ নিজেদের এলাকার মধ্যেই পাবেন স্থানীয় যুবক-যুবতীরা।
বেহালা শকুন্তলা পার্ক বাসস্ট্যান্ড লাগোয়া একটি বাজারের উদ্বোধন করেন পার্থ চট্টোপাধ্যায়। আপাতত ছোটর ওপর এই বাজার শুরু হলেও, আগামীদিনে এখানেই চারতলা বাজার তৈরি করা হবে বলেও জানিয়েছেন বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen