অমরিন্দর ঘনিষ্ঠদের ছেঁটে ফেলে আজ নতুন মন্ত্রিসভার শপথ পঞ্জাবে

পঞ্জাবের টানাপোড়েনে অমরিন্দরকে ‘আহুতি’ দেওয়ার পর সেই প্রশ্নই মাথাচাড়া দিয়েছিল রাজনৈতিক মহলে।

September 26, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

 কোন পথে কংগ্রেস? পঞ্জাবের টানাপোড়েনে অমরিন্দরকে ‘আহুতি’ দেওয়ার পর সেই প্রশ্নই মাথাচাড়া দিয়েছিল রাজনৈতিক মহলে। সিধুপন্থী চান্নিকে নয়া মুখ্যমন্ত্রী করে অভিপ্রায় স্পষ্ট করেছে ১০ জনপথ। এবার মন্ত্রিসভা থেকে ক্যাপ্টেন ঘনিষ্ঠদের ছেঁটে সিধু শিবিরকে চালকের আসনে বসাচ্ছে কংগ্রেস। আজ, রবিবার শপথ নেবে পঞ্জাবের নয়া মন্ত্রিসভা। মোট ১৫ জন মন্ত্রী শপথ নিতে চলেছেন। তার আগে বারবার চান্নির বিমান নেমেছে দিল্লির মাটিতে। কারা হবেন মন্ত্রী? দীর্ঘ আলোচনার পর সিলমোহর পড়েছে সেই তালিকায়। নতুন মন্ত্রীদের চূড়ান্ত তালিকা নিয়ে শনিবার দুপুরে মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি দেখা করেন রাজ্যপাল বনোয়ারিলাল পুরোহিতের সঙ্গে। সাত জন নতুন মন্ত্রীর নাম রয়েছে তালিকায়। তবে স্বাভাবিক ভাবেই বাদ পড়েছে অমরিন্দর সিংয়ের অস্থাভাজন কয়েকজন মন্ত্রী। যদিও কয়েকজনের ঠাঁই হয়েছে নয়া টিমে। নভজ্যোৎ সিং সিধু ও ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের টানাপোড়েনের পর সোমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন চরণজিৎ সিং। তারপর থেকে মাত্র কয়েকদিনে তিন বার দিল্লি গিয়েছেন তিনি। সূত্রের খবর, নতুন মন্ত্রিসভা নিয়ে রাহুল গান্ধীর সঙ্গে কয়েক দফা আলোচনার পর নামের তালিকা চূড়ান্ত হয়।

সেখানে নতুন-পুরনোদের সামঞ্জস্য রাখার চেষ্টা করা হলেও পাল্লা ভারী সিধু শিবিরের। কোণঠাসা ক্যাপ্টেন। ইতিমধ্যেই একাধিক বার ক্ষোভ প্রকাশ করেছেন অমরিন্দর। দলে তাঁর ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে। তিনি দল ছাড়তে পারেন এমন জল্পনাও ছড়িয়েছে। ক্যাপ্টেনের সঙ্গে দূরত্ব রেখেই ২০২২ সালের ঘুঁটি সাজাচ্ছে কংগ্রেস। সাতটি নতুন মুখ আনা হচ্ছে ক্যাবিনেটে। নতুন করে যাঁরা মন্ত্রিসভায় আসছেন তাঁরা হলেন—রাজকুমার ভেরকা, কুলজিৎ নাগরা, গুরকিরাত সিং কোটলি, পারগাট সিং, রাজা ওয়ারিং, রানা গুরজিৎ ও সুরজিৎ সিং ধিমানা। অমরিন্দর জমানার ছয় মন্ত্রীকে ছেঁটে ফেলা হচ্ছে। অমরিন্দর ঘনিষ্ঠ স্বাস্থ্যমন্ত্রী বলবীর সিধু, বনমন্ত্রী সাধু সিং, ক্রীড়ামন্ত্রী রানা ছাড়া আরও তিন মন্ত্রী গুরমিৎ সোধি, এসএস আরোরা, গুরপ্রীত কাঙ্গারকে বদল করা হচ্ছে। আগামী বছর পঞ্জাবে বিধানসভা নির্বাচন। তার আগে দলীয় কোন্দল মেটাতে নাজেহাল কংগ্রেস।

দলিত নেতাকে মুখ্যমন্ত্রী পদে বসিয়ে রাজ্যের দলিত সম্প্রদায়কে বার্তা দিয়েছে কংগ্রেস। শপথ নিয়েই নিজেকে আম আদমির প্রতিনিধি দাবি করেন চান্নি। সোমবার তিনি বলেছিলেন, ‘অন্যরা মুখে আম আদমির কথা বলে। কিন্তু এখানে একজন মুখ্যমন্ত্রী আছেন, যিনি আম আদমি। এই সরকার আম আদমির।’ এদিকে, কংগ্রেস শাসিত রাজস্থানের পালাবদলের জল্পনাও ক্রমশ বাড়ছে। শুক্রবার দিল্লিতে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে দেখা করেন রাজস্থানের কংগ্রেস নেতা শচীন পাইলট। এরপর থেকেই সে রাজ্যে মুখ্যমন্ত্রী বদলের চর্চা মাথাচাড়া দিয়েছে। তবে সূত্রের খবর, প্রাথমিক পর্যায়ে মন্ত্রিসভা রদবদল করা হতে পারে। সেখানে নিয়ে আসা হতে পারে বেশ কয়েকজন শচীন ঘনিষ্ঠকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen