গেলেন ফেরান্দো, বাগানের নতুন মালি হাবাস

লাগাতার হারের জের, নিজেই বাগান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন জুয়ান ফেরান্দো।

January 3, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: লাগাতার হারের জের, নিজেই বাগান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন জুয়ান ফেরান্দো। নয়া কোচ হচ্ছেন অ্যাটলেটিকো ডি কলকাতার প্রাক্তন কোচ আন্তোনিয়ো লোপেজ হাবাস। সুপার কাপ থেকেই তিনি দলের দায়িত্ব নেবেন। হাবাস সবুজ-মেরুনের কোচ ছিলেন, চলতি মরশুমে টেকনিক্যাল ডিরেক্টর করে হাবাসকে দলের সঙ্গে রাখা হয়েছিল।

২০২১ সালে হাবাসের বদলে ফেরান্দোকে কোচ করা হয়। ৭৭টি ম্যাচে কোচ ছিলেন ফেরান্দো, তার মধ্যে ৪২টি ম্যাচে জিতেছিল বাগান। হেরেছিল ২০টিতে। বাকি ১৫টি ম্যাচ ড্র হয়। ফেরান্দোর আমলে গত মরশুমে আইএসএল চ্যাম্পিয়ন হয় মোহনবাগান। তারপরে ডুরান্ড কাপও আসে। চলতি আইএসএলে টানা তিন ম্যাচে হারের পরই দায়িত্ব ছেড়ে দিলেন ফেরান্দো। মোহনবাগান আইএসএলে ১৯ পয়েন্ট নিয়ে এখন পাঁচ নম্বরে রয়েছে। ১০টি ম্যাচের ৬টি-তে জয় পেয়েছে বাগান।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen