কারিগরি প্রশিক্ষণে নতুন কমিটি মমতার, মাথায় আলাপন

সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, স্কিল ডেভেলপমেন্টে আমাদের ছেলেমেয়েরা ভালোই কাজ করছে। গোটা দেশে ১০টি বিষয়ের মধ্যে ছ’টি বিষয়ে প্রথম স্থান অর্জন করেছে আমাদের রাজ্য।

June 22, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

কারিগরি প্রযুক্তিতে আরও বেশি করে প্রশিক্ষণ ও চাকরির সুযোগ করে দিতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সে কারণেই তাঁর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়কে মাথায় রেখে একটি কমিটি গড়লেন তিনি। আগামী ১৫ দিনের মধ্যে সেই কমিটি রিপোর্ট দেবে। সোমবার কারিগরি প্রযুক্তি দপ্তর এবং স্কিল ডেভেলপমেন্ট নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Alapan Bandyopadhyay)। পরে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, স্কিল ডেভেলপমেন্টে আমাদের ছেলেমেয়েরা ভালোই কাজ করছে। গোটা দেশে ১০টি বিষয়ের মধ্যে ছ’টি বিষয়ে প্রথম স্থান অর্জন করেছে আমাদের রাজ্য। কিন্তু আমরা কারিগরি প্রযুক্তিকে আরও গুরুত্ব দিতে চাই। আমরা চাই, ভালো প্রশিক্ষণ দিয়ে চাকরির সুযোগ করে দিতে। সে ব্যাপারেই এদিন আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি কমিটি করা হল।

প্রসঙ্গত, আগে এই দপ্তরের মন্ত্রী ছিলেন পূর্ণেন্দু বসু। এবারের বিধানসভা ভোটে তিনি প্রার্থী হননি। ওই দপ্তরের মন্ত্রী করা হয়েছে পুলিসকর্তা হুমায়ুন কবীরকে। কী করে এই দপ্তরের কাজের ব্যাপ্তি ঘটানো যায়, আরও বেশি করে প্রশিক্ষণ দিয়ে যুবাদের চাকরির ব্যবস্থা করা যায়, তার পরিকল্পনা করতে এদিন নবান্নে ওই বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তাতে হুমায়ুন কবীর, আলপন বন্দ্যোপাধ্যায় সহ মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, অর্থসচিব মনোজ পন্থ প্রমুখ উপস্থিত ছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen