গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত ১,৬০৪ জন, পজিটিভিটি রেট ১.০২%
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ০৮১ জন।
October 30, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছেন ১,৬০৪ জন। পজিটিভিটি রেট ১.০২ শতাংশ।
দেশে অ্যাকটিভ কেস পৌঁছে গিয়েছে ০.০৪ শতাংশে। অ্যাকটিভ কেসের সংখ্যা ১৮ হাজার ৩১৭ জন।
পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৪১ লক্ষ ০৪ হাজার ৯৩৩ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ০৮১ জন। সুস্থতার হার ৯৮.৭৭ শতাংশ।