রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ৪, সুস্থ আরও ১২

রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৪ জন। স্বস্তির খবর সুস্থ হয়েছেন আরও ১২ জন। আপাতত রাজ্যে করোনা মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৭।

April 3, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৪ জন। স্বস্তির খবর সুস্থ হয়েছেন আরও ১২ জন। আপাতত রাজ্যে করোনা মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৭।

সূত্রের খবর, রাজ্যে এই প্রথম কোনও স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হলেন। দমদমের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ওই নার্স। তবে রাজ্যে তরফে সরকারি ভাবে এ নিয়ে কিছু জানানো হয়নি।

ওই নার্স মধ্যমগ্রামের বাসিন্দা। তিনি যে হাসপাতালে কাজ করেন সেখানে চিকিৎসাধীন রয়েছেন করোনা-আক্রান্ত এক বৃদ্ধা। সম্প্রতি ইটালি থেকে ঘুরে আসা ওই বৃদ্ধা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সমস্ত উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন।

অন্য দিকে, উত্তরবঙ্গে আরও ৬ জনের শরীরে মিলেছে করোনাভাইরাসের অস্তিত্ব। কালিম্পঙের যে মহিলা করোনা-আক্রান্ত হয়ে মারা গিয়েছেন, এঁরা সবাই তাঁরই আত্মীয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen