আওয়ামী লিগ নিয়ে ঢাকার অভিযোগের পালটা দিল নয়াদিল্লি

আওয়ামী লিগ কলকাতা ও দিল্লিতে কার্যালয় খুলেছে, বাংলাদেশ সরকার এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করল শেখ হাসিনার দল ।

August 20, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:৫৪: আওয়ামী লিগ ভারতে বসে বাংলাদেশবিরোধী কার্যকলাপ চালাচ্ছে! বাংলাদেশের বিদেশমন্ত্রকের এহেন মারাত্মক অভিযোগের পালটা এবার মুখ খুলল ভারত। বুধবার বিদেশমন্ত্রকের তরফে সাফ জানিয়ে দেওয়া হল, ভারতের মাটি থেকে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রে অনুমোদন দেয় না সরকার।

অন্যদিকে আওয়ামী লিগ কলকাতা ও দিল্লিতে কার্যালয় খুলেছে, বাংলাদেশ সরকার এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করল শেখ হাসিনার দল । দলের এক শীর্ষস্থানীয় নেতা বুধবার রাতে বলেন, আওয়ামী লিগকে নিয়ে মহম্মদ ইউনুস সরকারের বিভ্রান্তিমূলক প্রচারের অঙ্গ হিসাবেই এই অভিযোগ করা হয়েছে যার মধ্যে বিন্দুমাত্র সত্যতা নেই।

ভারতের বিদেশমন্ত্রকও বাংলাদেশ সরকারের প্রেস বিজ্ঞপ্তি নিয়ে বিরক্ত। নয়াদিল্লির বিদেশমন্ত্রকের এক কর্তার কথায়, ভারত সরকারকে অস্বস্তিতে ফেলতেই কাল্পনিক অভিযোগ করা হচ্ছে। এই ধরনের ভিত্তিহীন অভিযোগেই বরং দু-দেশের সম্পর্কের অবনতি হতে পারে।

সরকারিভাবে ভারত সরকার বাংলাদেশের বিদেশমন্ত্রকের অভিযোগকে উড়িয়ে দিয়েছে। বিদেশমন্ত্রকের মুখপাত্র সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে বলেছেন, আওয়ামী লিগ ভারতে বসে বাংলাদেশ বিরোধী কার্যকলাপ করছে, এমন কোনও তথ্য সরকারের জানা নেই। ভারতের মাটি ভিন্ন দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হয় না বলেও বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন। ভারত বাংলাদেশের বিদেশ মন্ত্রকের বিবৃতিকে ভুল জায়গায় নিক্ষেপ বা ভুল পদক্ষেপ বলে বর্ণনা করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen