দুর্গাপুর কাণ্ডে নয়া তথ্য! নির্যাতিতার পোশাকের ফরেনসিক টেস্টে মিলল সহপাঠীর যৌনরস

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২.৫০: দুর্গাপুরকান্ডে (Durgapur Case) নয়া তথ্য। বেসরকারি মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্রীর উপর যৌন নির্যাতনের অভিযোগে তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, ফরেনসিক টেস্টে (Forensic Test) নির্যাতিতার পোশাকে সহপাঠীর যৌনরসের নমুনা পাওয়া গেছে। এর ফলে ‘গণধর্ষণ’ নয়, বরং একক ধর্ষণের দিকেই ইঙ্গিত মিলছে বলে মনে করছে তদন্তকারী সংস্থা।
ঘটনার সূত্রপাত ১০ অক্টোবর রাতে, যখন নির্যাতিতা ছাত্রী তাঁর সহপাঠীর সঙ্গে হস্টেল থেকে বেরিয়ে কলেজের পিছনের বনাঞ্চলে যান। পুলিশ জানায়, সেখানেই সহপাঠী তাঁকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। পরে আরও চারজন অভিযুক্ত ঘটনাস্থলে উপস্থিত হয়, যারা মেয়েটিকে চড়-চাপড় মারে, মোবাইল কেড়ে নেয় এবং টাকা দাবি করে। তবে ধর্ষণে তাদের কোনও ভূমিকা ছিল না বলে দাবি পুলিশের।
এই ঘটনায় মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। সহপাঠীকে মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা রুজু হয়েছে। বাকি পাঁচজনের বিরুদ্ধে হেনস্তা, ভয় দেখানো ও ব্ল্যাকমেইলের অভিযোগ রয়েছে। অভিযুক্তরা দাবি করেছে, তারা নির্দোষ এবং ফরেন্সিক ও ডিএনএ পরীক্ষায় সহযোগিতা করতে প্রস্তুত।
স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজ ক্যাম্পাসের পিছনের জঙ্গল এলাকায় সন্ধ্যার পর ছাত্রছাত্রীদের ঘনিষ্ঠতা, অসামাজিক কার্যকলাপ এবং ব্ল্যাকমেইলের ঘটনা নতুন নয়। পুলিশ জানিয়েছে, এই ঘটনার পর ক্যাম্পাস এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। ২২ অক্টোবর ধৃতদের আদালতে তোলা হবে।
উল্লেখ্য, দুর্গাপুরের ঘটনাটি রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি করেছিল। বিরোধী দল বিজেপি টানা ছয় দিনের ধরনা কর্মসূচি নেয়, যদিও শেষ পর্যন্ত তা কার্যত ফ্লপ হয়। সিপিএমও প্রতিবাদে অংশ নেয়, কিন্তু পুলিশি তদন্তে স্পষ্ট হয়ে যায় যে গণধর্ষণের অভিযোগ ভিত্তিহীন।