আরও দ্রুত হবে শিলিগুড়ি-কলকাতা যাত্রা, চালু হচ্ছে নিউ ফারাক্কা ব্রিজ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:০০: ঘণ্টার পর ঘণ্টা জ্যামে আটকে থাকার দিন এবার শেষ হতে চলেছে। শিলিগুড়ি থেকে কলকাতায় পৌঁছনো যাবে অনেক কম সময়ে। কারণ, গঙ্গা নদীর উপর নির্মিত দেশের অন্যতম দীর্ঘ নিউ ফারাক্কা ব্রিজ খুব শীঘ্রই চালু হতে চলেছে। ২৫৮০ মিটার দীর্ঘ এই চার লেনের সেতু উত্তর ও দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা করবে।
জাতীয় সড়ক প্রকল্পের মালদহ বিভাগের ডাইরেক্টর অজয় গাটেকার জানিয়েছেন, “এই ব্রিজ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গবাসীর দীর্ঘদিনের স্বপ্ন। এটি চালু হলে উত্তর-পূর্ব ভারতের সাধারণ মানুষও উপকৃত হবেন।” তিনি আরও জানান, এই বছরের ডিসেম্বর মাসেই যানবাহন চলাচলের জন্য ব্রিজটি উদ্বোধন করা হবে।
*নিউ ফারাক্কা ব্রিজে বসানো হয়েছে:*
– মোট ৮৮টি পিলার
– ৮৬টি স্প্যান
– ২২০টি সোলার স্ট্রিট লাইট
– অ্যাপ্রোচ রোডে ৮০টি ইলেকট্রিক স্ট্রিট লাইট, অর্থাৎ মোট ৩০০টি আলো
ইতিমধ্যে একদিকের স্ট্রিট লাইটের কাজ সম্পূর্ণ হয়েছে। ২০১৮ সালে শুরু হওয়া এই প্রকল্প নানা প্রতিকূলতা-বিশেষত করোনা মহামারীর কারণে-ধীরগতিতে এগোলেও, অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে।
ব্রিজ চালু হলে মালদহ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি সহ গোটা উত্তরবঙ্গের যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও দ্রুত হবে।