Jadavpur University-র মুকুটে নয়া পালক, ISRO-র প্রতিযোগিতায় দেশে পঞ্চম স্থান অর্জন

পুরস্কার হিসাবে যাদবপুর বিশ্ববিদ্যালয় ট্রফি ছাড়াও ৫ লক্ষ টাকা আর্থিক পুরস্কার পেয়েছে।

August 7, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:০০: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) মুকুটে নয়া পালক। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO) আয়োজিত রোভার নির্মাণ প্রতিযোগিতায় দেশের মধ্যে পঞ্চম স্থান অধিকার করল যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। দেশের ২৭৩টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল।

২০২৩ সালের ৫ আগস্ট চাঁদের দক্ষিণমেরুতে চন্দ্রযান ৩ নামিয়ে সারা বিশ্বকে চমকে দিয়েছিল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। সেই উপলক্ষ্যে ইসরো বেঙ্গালুরুতে রোভার তৈরির প্রতিযোগিতা আয়োজন করেছিল। সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়। জিপিএস সিস্টেম ছাড়া, শুধু কমান্ড সিস্টেম ব্যবহার করে একটি রোভার তৈরি করে ফেলে যাদবপুরের দশজন গবেষকের একটি দল। এতে ব্যয় হয় ৩ লক্ষ টাকা। যা ইসরোর বিজ্ঞানীদের নজর কাড়ে। জানা গিয়েছে, প্রতিযোগিতা চলাকালীন রোভারকে একটি বস্তু উত্তোলনের নির্দেশ দেওয়া হলে সে রঙ চিনতে ব্যর্থ হয়। কারণ, বস্তুর রঙ এবং যে কার্পেটে সেই বস্তুটি রাখা ছিল, তার রঙ ছিল এক। সেই কারণেই যাদবপুর পঞ্চমস্থান অধিকার করেছে।

রোভার তৈরির প্রতিযোগিতায় সরকারি, বেসরকারি বহু উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান যোগ দিয়েছিল। যাদবপুরের পঞ্চম স্থান অর্জনকে বিরাট সাফল্য হিসেবেই দেখছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পুরস্কার হিসাবে যাদবপুর বিশ্ববিদ্যালয় ট্রফি ছাড়াও ৫ লক্ষ টাকা আর্থিক পুরস্কার পেয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen