বৈভব সূর্যবংশীর মুকুটে নয়া পালক, কিশোরদের সর্বোচ্চ অসামরিক সম্মান জয় তরুণ ব্যাটারের
Authored By:
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:০০: মাঠে নেমে ব্যাটে হাতে ভেঙে দেন একের পর এক রেকর্ড। বিস্ময় প্রতিভা তরুণ তুর্কি বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) মুকুটে এবার যুক্ত হল নতুন পালক। প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার (Pradhan Mantri Rashtriya Bal Puraskar) পেল বিহারের তরুণ ব্যাটার। প্রসঙ্গত, রাষ্ট্রীয় বাল পুরস্কারই পাঁচ বছর থেকে ১৮ বছর বয়সিদের জন্য ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান।
আইপিএল, ভারতের অনূর্ধ্ব ১৯ দল প্রতিটি ক্ষেত্রে দারুণ ব্যাটিং করেছে বৈভব। বিশ্বের কনিষ্ঠতম হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরির নজিরও গড়ে ফেলেছে বৈভব। এবার রাষ্ট্রীয় সম্মান পেল ১৪ বছর বয়সি বৈভব। আজ, শুক্রবার রাষ্ট্রপতি ভবনে গিয়ে এই সম্মান গ্রহণ করেছে তরুণ ব্যাটার। খেলার মাঠে দুরন্ত পারফরম্যান্সের জন্যই তিনি এই পুরস্কারে ভূষিত হল।
উল্লেখ্য, সদ্য সমাপ্ত যুব এশিয়া কাপে সেঞ্চুরি করেছিল বৈভব। বিজয় হাজারে ট্রফিতে বিহারের হয়ে খেলছে তরুণ তুর্কি। মাঠে নেমে মাত্র ৩৬ বলে সেঞ্চুরি করেন বৈভব। প্রথম শ্রেণির ক্রিকেটে ভারতীয়দের মধ্যে এটা দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার গ্রহণের জন্য আজ, শুক্রবার বিজয় হাজারে ট্রফিতে খেলতে পারেনি বৈভব।