চালুর মুখে আরও এক মেট্রো রুট! নববর্ষে চাকা গড়াবে রুবি মেট্রোর?

মেট্রো চলাচলের ছাড়পত্রের জন্য, গত ৩০ জানুয়ারি কমিশনার অব রেলওয়ে সেফটি ওই রুট পরিদর্শন করেছিল।

April 4, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
আরও এক মেট্রো রুট চালু হচ্ছে কলকাতায়। ছবি: মিলেনিয়াম পোস্ট

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আরও এক মেট্রো রুট চালু হচ্ছে কলকাতায়। সব ঠিকঠাক চললে, আগামী ১৭ এপ্রিল থেকে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি মেট্রো রুটে যাত্রী চলাচল শুরু হবে। আগামী ১৪ এপ্রিল কলকাতা মেট্রোর চতুর্থ করিডরের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রীর। গত শনিবার দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ হয়ে রুবি পর্যন্ত মেট্রো রুটের ভাড়া ঘোষণা করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

মেট্রো চলাচলের ছাড়পত্রের জন্য, গত ৩০ জানুয়ারি কমিশনার অব রেলওয়ে সেফটি ওই রুট পরিদর্শন করেছিল। মনে করা হয়েছিল, ফেব্রুয়ারিতেই হয়ত ওই রুটে মেট্রো চলাচল শুরু হবে। কিন্তু আড়াই মাস অতিক্রান্ত হলেও চাকা গড়ায়নি। মনে করা হচ্ছে, প্রধানমন্ত্রীর হাতেই এই রুটের উদ্বোধন হবে। যদিও চূড়ান্ত কিছুই খবর মেলেনি। রেল বোর্ডের তরফে এখনও উদ্বোধনের দিনক্ষণ জানানো হয়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen