জল্পনার অবসান, পাকঘনিষ্ঠ মোল্লা হাসান আখুন্দ-ই নয়া আফগানিস্তান সরকারের প্রধান
তালিবান শাসনে আফগানিস্তানের নাম বদলে করা হয়েছে
September 7, 2021
|
< 1 min read
Published by: Drishti Bhongi

আফগানিস্তানে (Afghanistan) নতুন সরকারের আনুষ্ঠানিক ঘোষণা করল তালিবান (Taliban)। সরকারের প্রধান হচ্ছে পাক ঘনিষ্ঠ মোল্লা হাসান আখুন্দ (Mullah Hassan Akhund)। তার সহকারী হিসেবে কাজ করবেন ২ জন। তারা হল মোল্লা আব্দুল ঘানি বেরাদর (Mullah Bradar) ও মোল্লা আব্দুল সেলাম হানফউ (Mullah Abdul Salam Hanfu)। তালিবান শাসনে আফগানিস্তানের নাম বদলে করা হয়েছে Islamic emirate of Afghanistan।
বিস্তারিত আসছে…