২২ সেপ্টেম্বর থেকে কার্যকর নতুন GST রেট, বড় সিদ্ধান্ত কাউন্সিলের
September 3, 2025
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:৪৮: উৎসবের মরশুমের আগেই বড় সিদ্ধান্ত নিল জিএসটি কাউন্সিল। ৮ ঘণ্টার বৈঠকের পর জানানো হয়েছে, ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে নতুন জিএসটি হার। এবার থেকে শুধুমাত্র দুই স্ল্যাবেই ভাগ করা হবে কর কাঠামো- ৫ শতাংশ ও ১৮ শতাংশ। পাশাপাশি, লটারি, তামাকজাত দ্রব্য ও বিলাসবহুল পণ্যে জিএসটি ধরা হয়েছে ৪০ শতাংশ।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বৈঠক শেষে জানান, সাধারণ মানুষের স্বার্থেই এই পদক্ষেপ। স্বাস্থ্যক্ষেত্রে বড় সুবিধা আসবে বলেও আশ্বাস দেন তিনি।
কোন কোন দ্রব্যে পরিবর্তন
- তেল, শ্যাম্পু, সাবান, টুথব্রাশ, টুথপেস্টসহ প্রায় সব নিত্যপ্রয়োজনীয় জিনিসে জিএসটি কমে হচ্ছে ৫ শতাংশ।
- ঘি, চিজ, ভারতীয় রুটি ও বেশ কিছু খাদ্যদ্রব্যে জিএসটি শূন্য।
- এয়ারকন্ডিশনার, ৩২ ইঞ্চি টিভি, গাড়ির যন্ত্রাংশ ও সিমেন্টে জিএসটি নেমে আসছে ১৮ শতাংশে।
- ব্যক্তিগত জীবনবিমা ও স্বাস্থ্যবিমায় জিএসটি শূন্য।
- ক্যান্সারের ওষুধসহ একাধিক জীবনরক্ষাকারী ওষুধেও জিএসটি শূন্য।
- জৈব কীটনাশক, কৃষি উপকরণ ও হস্তশিল্পে জিএসটি কমিয়ে আনা হয়েছে ৫ শতাংশে।
সূত্রের খবর, ১২ ও ২৮ শতাংশের পুরনো স্ল্যাব আর থাকছে না। এখন থেকে কার্যত দুটি প্রধান স্ল্যাবেই সীমাবদ্ধ থাকবে জিএসটি কাঠামো।