পুজোয় কলকাতা মেট্রোর নতুন স্মার্ট কার্ড, মিলবে আনলিমিটেড যাত্রার সুযোগ

September 19, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৩০: দুর্গাপুজোয় (Durga Puja) ঠাকুর দেখা আরও স্বচ্ছন্দ করতে বিশেষ স্মার্ট কার্ড চালু করল কলকাতা মেট্রো। এবার থেকে যাত্রীরা ৩ দিন ও ৫ দিনের জন্য নির্দিষ্ট স্মার্ট কার্ড (Smart Card) কিনতে পারবেন। তিন দিনের কার্ডের দাম ২৫০ টাকা এবং পাঁচ দিনের কার্ডের দাম ৫৫০ টাকা। নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই কার্ডে যতবার খুশি মেট্রো ভ্রমণ করা যাবে।

মেট্রো (Kolkata Metro) সূত্রের খবর, গত বছর পুজোর সময়ে প্রায় ৯ লক্ষ মানুষ মেট্রো ব্যবহার করেছিলেন। তবে এবার নতুন রুট চালু হওয়ায় যাত্রী সংখ্যা আরও বাড়বে বলেই আশা কর্তৃপক্ষের। অনুমান, এবারের সংখ্যা ১২ লক্ষের গণ্ডি ছাড়িয়ে যাবে।

সম্প্রতি চালু হওয়া একাধিক নতুন মেট্রো রুটের মধ্যে হাওড়া-ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত পরিষেবায় সবচেয়ে বেশি ভিড় দেখা যাচ্ছে। শুরু থেকেই বিপুল সাড়া ফেলেছে এই রুট। আয়ও বেড়েছে যথেষ্ট। তবে পুজোয় সেই ভিড় রেকর্ড ছাপাবে বলে মনে করছেন কর্মকর্তারা।

পুজোর দিনগুলোতে যাত্রীদের চাহিদা মেটাতে সাধারণ সময়ের তুলনায় আলাদা পরিষেবা থাকে। রাতভর মেট্রো চালানো হয়, ফলে যাত্রী সংখ্যা আরও বেড়ে যায়। ইতিমধ্যেই মেট্রো পরিসংখ্যান দেখাচ্ছে, যাত্রী সংখ্যা প্রতিদিন বাড়ছে। ১১ সেপ্টেম্বর মেট্রোয় যাত্রীর সংখ্যা ছিল ৭.৬৭ লক্ষ, ১২ সেপ্টেম্বর তা বেড়ে দাঁড়ায় ৭.৯৫ লক্ষে। ১৫ সেপ্টেম্বর ভ্রমণ করেছেন ৭.৮৩ লক্ষ মানুষ। তবে রবিবার (১৪ সেপ্টেম্বর) তুলনায় কম-৩.৯ লক্ষ। অফিস বন্ধ থাকায় ভিড় কিছুটা কম হয়েছিল।

এই বাড়তি ভিড় সামলাতেই বিশেষ স্মার্ট কার্ড চালু করা হয়েছে। মেট্রো কর্তৃপক্ষের আশা, কাউন্টারে লাইনে দাঁড়ানো এড়াতে এবং স্বল্প খরচে আনলিমিটেড যাত্রার সুবিধা থাকায় এই কার্ড যাত্রীদের বিশেষ উপকারে আসবে। বিশেষ করে নিত্যযাত্রী ও ঠাকুর দর্শনার্থীদের জন্য এটি হবে কার্যকর সমাধান।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen