মূল্যায়নের পর উত্তরপত্র দাখিল অনলাইনে, নয়া নিয়ম মধ্যশিক্ষা পর্ষদের

এবার সংসদের পথেই হাঁটল মধ্যশিক্ষা পর্ষদ, মাধ্যমিকেও মূল্যায়নের পর উত্তরপত্র জমা পড়বে অনলাইনে। ইতিমধ্যেই পরীক্ষকদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ

February 18, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার সংসদের পথেই হাঁটল মধ্যশিক্ষা পর্ষদ, মাধ্যমিকেও মূল্যায়নের পর উত্তরপত্র জমা পড়বে অনলাইনে। ইতিমধ্যেই পরীক্ষকদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন শেষে, নম্বর প্রদানের পর তা পর্ষদ অফিসে পাঠানোর প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন করল মধ্যশিক্ষা পর্ষদ। মুখ্য পরীক্ষক, যাঁরা নম্বর অনলাইনে পাঠাবেন; তাঁদের জন্য ৫০০ টাকা করে সাম্মানিক প্রদান করা হবে বলেও জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। পাশাপাশি প্রচলিত ব্যবস্থাও চালু থাকছে। মার্কস ফয়েল, ওএমআর তথা আইসিআরের মাধ্যমেও ফল জমা দেওয়া চলবে।

অনলাইনে কীভাবে গোটা প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, সেই সংক্রান্ত্র প্রশিক্ষণের জন্য পরীক্ষকদের কাছে একটি ভিডিও পাঠাবে পর্ষদ। পর্ষদ জানিয়েছে, মুখ্য পরীক্ষকরা চার থেকে পাঁচজন স্ক্রুটিনিয়ারের সাহায্য নিতে পারেন। উল্লেখ্য, মূল্যায়নের আংশিক অনলাইন ভেরিফিকেশন গত বছরই শুরু করেছে পর্ষদ। পর্ষদের বক্তব্য, এতে প্রায় ২০ দিন সময় বেঁচে যায়। এবারের সাফল্য দেখে, ঠিক করা হবে আগামী বছর থেকে পুরোটাই অনলাইন নির্ভর করা যায় কিনা। মনে করা হচ্ছে, অনলাইনে নম্বর জমা দেওয়ার ফলে ফলপ্রকাশও অনেক আগে করা সম্ভব হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen