এনিউমারেশন ফর্ম পূরণের শেষ দিনেও BLO অ্যাপে যুক্ত হল নয়া অপশন! উঠছে প্রশ্ন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৫০: আজ, বৃহস্পতিবার এনুমারেশন ফর্ম (Enumeration form) পূরণ ও তথ্য আপলোডের শেষ দিন। আর এই শেষ মুহূর্তেই বিএলও (BLO) অ্যাপে যুক্ত করা হল আরও একটি নতুন অপশন। এই নিয়ে মোট ১১ বার বিএলও অ্যাপে (BLO app) নতুন ফিচার বা অপশন যুক্ত হল বলে জানা গিয়েছে।
কমিশন সূত্রে খবর, অ্যাপে সদ্য যুক্ত হওয়া এই অপশনটির নাম ‘Reverify Logical Discrepancies’। মূলত, ফর্ম আপলোডের পরেও যেসব আবেদনকারীর নথিপত্র বা তথ্য নিয়ে কোনওরকম সংশয় বা অসামঞ্জস্য (Logical Discrepancy) রয়েছে, তা পুনরায় যাচাই বা রি-ভেরিফাই করার লক্ষ্যেই এই অপশনটি চালু করা হয়েছে।
রাজ্যে গত নভেম্বর মাস থেকে শুরু হয়েছে এসআইআর (SIR) প্রক্রিয়া। প্রক্রিয়া শুরুর পর থেকেই বিএলও অ্যাপের কারিগরি দিক এবং তথ্য আপলোড নিয়ে একাধিক সমস্যার সম্মুখীন হতে হয়েছে কর্মীদের। অনেক ক্ষেত্রে অনিচ্ছাকৃত ভুল তথ্যও আপলোড হয়ে গিয়েছে। এই সমস্ত বিষয় মাথায় রেখেই এবং তথ্য সংশোধনের সুযোগ দিতে দফায় দফায় অ্যাপটিতে পরিবর্তন এনেছে কমিশন।
জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India) সূত্রে জানা যাচ্ছে, তাদের কাছে থাকা পুরনো নথি এবং বিএলও-দের (BLO) মাধ্যমে উঠে আসা বর্তমান তথ্যের মধ্যে বেশ কিছু ক্ষেত্রে বড়সড় ফারাক দেখা দিচ্ছে। উদাহরণস্বরূপ, অনেকেই ফর্ম পূরণের সময় ঠাকুরদার নাম ও নথি ব্যবহার করেছেন, কিন্তু দেখা যাচ্ছে ২০০২ সালের ভোটার তালিকায় (Voter list for 2002) তাঁদের বাবার নামই নেই। আবার কেউ কেউ মা বা ঠাকুরমার নথি ব্যবহার করলেও সেখানে বাবার উল্লেখ পাওয়া যাচ্ছে না। এই ধরনের অসামঞ্জস্য ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে।
সেই কারণেই পরিচয় সুনিশ্চিত করতে এবং সন্দেহ দূর করতে বাড়ি বা দোকানের দলিলের মতো একাধিক নথিও খতিয়ে দেখছে কমিশন। কমিশনের লক্ষ্য অত্যন্ত স্পষ্ট- তালিকায় যেন কোনওভাবেই কোনও ‘ভুতূড়ে ভোটার’ বা ভুয়ো নাম না থাকে। একইসঙ্গে, কোনও বৈধ ভারতীয় নাগরিকের (Indian citizen) নাম যাতে তালিকা থেকে বাদ না পড়ে, সেদিকেও কড়া নজর রাখা হচ্ছে। উল্লেখ্য, এই গোটা প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আজ, বৃহস্পতিবার একাধিক সংস্থার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে কমিশন।