SIR আবহে শান্তনু-সুব্রত সম্পর্কে চিড়! মতুয়া গড়ে আত্মপ্রকাশ নতুন সংগঠনের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৫৬: চরমে মতুয়া ঠাকুরবাড়ির দ্বন্দ্ব! দুই ভাই শান্তনু ও সুব্রত ঠাকুর (Subrata Thakur & Santanu Thakur) আর এক মঞ্চ নন। কানাঘুষো চলছিল দুই ভাইয়ের সম্পর্কে নাকি চিড় ধরেছে। কাজিয়া একাধিকবার চরমেও উঠেছে। এবার সেই জল্পনা সত্যি হল। বিজেপি সাংসদ ও বিধায়ক আলাদা হয়ে গেলেন। নতুন মতুয়া সংগঠনের কথা ঘোষণা করলেন গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর। অনুষ্ঠানিকভাবে ঘোষিত হল ‘অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ’-র নতুন কমিটি।
একই রেজিস্ট্রেশনে এতদিন ঠাকুরনগরে দুটি মতুয়া সংগঠন সক্রিয় ছিল। তৃণমূল সাংসদ মমতা ঠাকুর একটির নেতৃত্বে আছেন, অন্যটির মাথায় বিজেপির সাংসদ শান্তনু ও বিধায়ক সুব্রত। এবার ওই একই রেজিস্ট্রেশনে গঠিত হল তৃতীয় কমিটি। যার প্রধান হলেন সুব্রত ঠাকুর। নয়া কমিটির প্রধান সেবায়েত বাবা মঞ্জুলকৃষ্ণ ঠাকুর ও মা ছবি রানি ঠাকুরের নাম ঘোষণা করেছেন সুব্রত। উপদেষ্টা মণ্ডলীতে প্রথমেই আছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। রয়েছেন বিজেপির একাধিক বিধায়ক। অসীম সরকার, অশোক কীর্তনীয়া, স্বপন মজুমদার প্রমুখের আছেন কমিটির উপদেষ্টা হিসাবে।
সুব্রত ঠাকুরের দাবি, “কোটি কোটি মতুয়া রয়েছেন। তিনটে কেন, প্রয়োজনে পাঁচটি কমিটি হবে। সমাজের জন্য কাজ করতেই এই নতুন সংগঠন।” শান্তনুর মতে, ঠাকুরবাড়িতে প্রত্যেকেরই নিজের সংগঠন গড়ার অধিকার আছে। তিনি চাই না কেউ বঞ্চিত হোক। তবে রাজনৈতিক মহলের মতে, ফাটল শুধু পারিবারিক বা মতুয়া সংগঠনের অন্দরে নয়। বিজেপির অভ্যন্তরেও চাপ বাড়াচ্ছে। SIR নিয়ে এমনিতেই মতুয়ারা বিজেপির উপর ক্ষিপ্ত। তার উপরে ভাই-ভাই কোন্দল! সব মিলিয়ে ছাব্বিশের ভোটের আগে বিজেপির মতুয়া ভোটব্যাঙ্কে বড়সড় ধস নামতে পারে।